২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

পাকিস্তানের চেয়ে ভারতকে কেন বেশি সুবিধা দিচ্ছে আইসিসি?

পাকিস্তানের চেয়ে ভারতকে কেন বেশি সুবিধা দিচ্ছে আইসিসি? - ছবি : সংগৃহীত

ঘড়িতে সময়টা যা দেখাচ্ছিল, তাতে বোঝা গেল, ভারত অধিনায়ক রোহিত শর্মা তত ক্ষণে দলবল নিয়ে দুবাই ক্রিকেট স্টেডিয়ামে ঢুকে পড়েছেন। হংকংয়ের বিরুদ্ধে ম্যাচ খেলতে।
স্টেডিয়াম থেকে কিছুটা দূরে নেট প্র্যাক্টিসে নামার আগে, সংবাদ সম্মেলনে বসে প্রায় তখনই বিস্ফোরক অভিযোগটা করে বসলেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমদ। মঙ্গলবার ভরদুপুরে ইঙ্গিত দিয়ে বসলেন, এশিয়া কাপে ভারত অন্যায় সুবিধে পাচ্ছে। ‘‘ভারত যদি আমাদের কাছে হেরে যায়, তা হলে ওরা গ্রুপ চ্যাম্পিয়ন হবে না। কিন্তু তাও ওরা দুবাইয়ে থাকবে। আর আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হলেও সেই আবু ধাবিতে গিয়ে খেলতে হবে। এই আবহাওয়ায় অতটা দূরে যাওয়াটা কিন্তু খুব কষ্টের ব্যাপার,’’ বলেছেন পাকিস্তান অধিনায়ক।

আগে ঠিক ছিল, গ্রুপ চ্যাম্পিয়ন দুবাইয়ে খেলবে, দু’নম্বর দল সুপার ফোরে অন্তত একটা ম্যাচ খেলবে আবু ধাবিতে। কিন্তু পরে সেই নিয়ম বদলে যায়। সরফরাজ বলছেন, ‘‘নিয়মটা ভারত-পাকিস্তান সব দলের জন্য এক হওয়া উচিত। আবু ধাবিতে যদি খেলা পরেই, তা হলে সেখানে সব দলই একটা না একটা ম্যাচ খেলুক। আমি জানি না, কেন এ রকম নিয়ম হলো। আমাদের বোর্ড নিশ্চয়ই এই নিয়ে কথা বলবে।’’

এর পরেই সরফরাজকে মনে করিয়ে দেয়া হলো, ভারত কিন্তু এই মারাত্মক গরমে পরপর দু’দিন দুটি ৫০ ওভারের ম্যাচ খেলছে। যা কোনো দিন হয়নি। সেটা তো রোহিতদের জন্য একটা বড় সমস্যা। মিষ্টি হেসে পাকিস্তান অধিনায়ক বললেন, ‘‘কিন্তু এটাও দেখুন, ভারত তো এখানে পরে এসেছে।’’

এই ভাবে সূচি বদলে যাওয়ার কারণটা কী? স্থানীয় সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট কর্তারা কী বলছেন? আবু ধাবি ক্রিকেট সংস্থার অস্থায়ী চিফ এগজিকিউটিভ অফিসার ম্যাট বাউচার বলছেন, ‘‘আমরা এই প্রতিযোগিতার আয়োজন করছি ঠিকই, কিন্তু এর আসল সংগঠক এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং ভারতীয় ক্রিকেট বোর্ড। যা সিদ্ধান্ত ওরাই নিয়েছে। সূচি বদলে গেলেও আমাদের কোনো সমস্যা নেই।’’ ভারতীয় বোর্ডে খোঁজ-খবর নিয়ে জানা গেল, এর পিছনে ব্যবসায়িক কারণটা বেশি কাজ করেছে। বোর্ডকর্তারা মনে করছেন, দুবাইয়ের স্টেডিয়াম যে-হেতু আবু ধাবির থেকে বড়, তাই এখানে টিকিট বিক্রি বেশি হবে। মাঠ ভরে যাবে আর সংগঠক হিসেবে ভারতীয় বোর্ডের লাভও হবে। যদিও সরকারি প্রতিক্রিয়া দিতে নারাজ তারা।

তবে সরফরাজ যতই আবু ধাবি যাওয়া নিয়ে অভিযোগ করা হোক না কেন আসল ঘটনা হলো, পাকিস্তান অধিনায়কের সমস্যাটা অন্য জায়গায়। সেই সমস্যার নাম মোহাম্মদ আমির। পাকিস্তানের সেরা বাঁ হাতি বোলার ইদানীং ফর্মে নেই। শেষ চারটি ম্যাচে একটা উইকেট পেয়েছেন। নতুন বলটা কাজে লাগাতে পারছেন না। মঙ্গলবার প্র্যাক্টিসে দেখা গেল, আমিরকে নিয়ে আলাদা করে পড়েছেন পাকিস্তানের কোচ মিকি আর্থার। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে বিরাট কোহালিকে আউট করা বোলারকে অনেকটা সময় ধরে বোঝালেন তারা। নেটে আমিরকে অবশ্য খুব বেশি গা ঘামাতে দেখা যায়নি। তিনি নিজের চেয়ে ভারতকে নিয়ে বেশি ভাবছেন। পাকিস্তানি সাংবাদিকদের আমির বলেন, ‘‘বিরাট কোহালির না থাকাটা ভারতকে ভোগাবে।’’

এই পেসারের ফর্ম নিয়ে এতটাই আশঙ্কা তৈরি হয়েছে যে, পাক সাংবাদিকেরা তো প্রশ্ন করেই বসলেন, ‘‘আপনারা কি আমিরকে ভারতের বিরুদ্ধে ম্যাচে বসিয়ে দেবেন?’’ একটু বিরক্ত সরফরাজ বললেন, ‘‘উইকেট না পেলেই এক জন খারাপ বল করছে, ব্যাপারটা সব সময় এ রকম হয় না। এই তো ভারতের মোহাম্মদ শামি ইংল্যান্ডে শেষ টেস্টে কত ভালো বল করল, কিন্তু উইকেট বেশি পেল কোথায়? আমিরের ব্যাপারটাও তা-ই হচ্ছে। যেকোনো দিন উইকেট পাবে।’’


আরো সংবাদ



premium cement
যখন দলকে আর সহযোগিতা করতে পারবো না তখন অবসরে যাব : মেসি ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড্যানিয়েল কাহনেম্যান আর নেই বিএনপি নেতাকর্মীদের সম্পত্তি দখলের অভিযোগ খণ্ডালেন ওবায়দুল কাদের আটকের পর নাশকতা মামলায় গ্রেফতার দেখানো হলো ইউপি চেয়ারম্যানকে বদর যুদ্ধে যারা শহীদ হয়েছেন পণবন্দী জাহাজ ও ক্রুদের মুক্ত করার প্রচেষ্টায় অগ্রগতি হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী ঝালকাঠিতে নিখোঁজের ২ দিন পর নদীতে মিলল ভ্যানচালকের লাশ বাল্টিমোর সেতু ভেঙে নদীতে পড়া ট্রাক থেকে ২ জনের লাশ উদ্ধার যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে নিহত ৪ সুইডেনে বসবাসের অনুমতি বাতিল কুরআন পোড়ানো শরণার্থীর

সকল