২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ভারতীয় দলে খলিল আহমেদের অভিষেক

খলিল আহমেদ - ফাইল ছবি

এশিয়া কাপে মঙ্গলবারের ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে হংকং। আগের ম্যাচে পাকিস্তানের কাছে হারা হংকংয়ের এটি দ্বিতীয় ম্যাচ। অন্যদিকে ভারত আজ প্রথম মাঠে নামছে এবারের এশিয়া কাপে। এই ম্যাচে ভারতীয় দলের হয়ে অভিষেক হয়েছে বাম হাতি পেসার খলিল আহমেদের।

রাজস্থানের টঙ্ক এলাকায় জন্ম নেয়া এই ক্রিকেটারের বাবা ছিলেন একজন কম্পাউন্ডার। টেনিস বল দিয়ে খেলতে খেলতেই তার সাধ হয় ক্রিকেট বল হাতে নেয়ার। স্বল্প আয়ের পরিবার তাই বাবা বাধা দিলেন, কিন্তু অনেক কষ্টে পরিবারকে বুঝিয়ে খলিল ভর্তি হলেন টঙ্ক ক্রিকেট একাডেমিতে।

অনেকটা হঠাৎ করেই ভারতীয় ক্রিকেটের আলোচনায় চলে আসেন খলিল। গতি তার প্রধান সম্পদ, তবে বলে বৈচিত্র আছে। আবার যেকোনো উইকেটেই অনবরত বুকসমান বাউন্স তুলতে পারেন। অনেকেই বলেন, ওয়াসিম আকরামের মতো বৈচিত্রপূর্ণ বোলিং করার ক্ষমতা রাখেন এই তরুণ। অনেকের চোখেই ভারতের পরবর্তী জহির খান।

এ বছর ঘরোয়া সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ঘণ্টায় ১৫০ কিলোমিটারের কাছাকাছি বোলিং করেছেন ২০ বছর বয়সী এই তরুণ। ইন সুইং ও আউট সুইং দুটোতেই দক্ষ। মাত্র দুটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেই জাতীয় দলের দরজা খুলে গেছে তার জন্য। লিস্ট এ খেলছেন অবশ্য অনেকগুলো ম্যাচ। তার আগে ভারতীয় অনূর্ধ-১৯ দলেও খেলেছেন। তবে এবছরই প্রথম এ দলে সুযোগ পেয়ে প্রতিভার জানান দিয়েছেন।

গত আইপিএলে দিল্লি ডেয়ারডেলিস তাকে দলে নিলেও মাঠে নামা হয়নি। তবে দিল্লির ক্যাপটেন জহির খানের কাছাকাছি থাকার সময়টাই খলিলের জীবনের মোড় ঘুড়িয়ে দিয়েছে। অনেক কিছু শিখেছেন জহির খানে সান্নিধ্যে থেকে।

গত মাসে এশিয়া কাপের দল ঘোষণার পর সেই গুরুর প্রতি কৃত্জ্ঞতা জানিয়ে বলেছিলেন, ‘আগে শুধু জোরে বোলিং করেছি। তেমন কৌশল রপ্ত করতে পারিনি। জহির আমার হাত ও কবজি নিয়ে কাজ করেছেন। সিম পজিশন আর গ্রিপও ঠিক করে দিয়েছেন। এখন আমি ডানহাতি ব্যাটসম্যানের ভেতরে বল ঢোকাতে পারি।’

জহির খানকে আদর্শ মেনেই বড় হয়েছেন এই বোলার। তবে অনূর্ধ-১৯ দলে থাকার সময় কোচ রাহুল দ্রাবিরের অবদানও তার ওপর কম নয় বলে জানিয়েছেন। এশিয়া কাপের দলে নিজের নাম দেখে প্রথমে বিশ্বাসই করতে পারেননি এই তরুণ।

ভারতীয় দল: রোহিত শর্মা(অধিনায়ক), শিখর ধাওয়ান, অম্বতি রাইডু, দিনেশ কার্তিক, এমএস ধোনী, কেদার যাদব, ভুবনেশ্বর কুমারা, কুলদ্বীপ যাদব, শার্দুল ঠাকুর, যুযুবেন্দ্র চাহাল ও খলিল আহমেদ।

আরো পড়ুন: আফগানদের বিপক্ষে খেলছেন না সাকিব

এশিয়া কাপে আগামী বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে ম্যাচে আফগানদের বিপক্ষে খেলা হচ্ছে না বাংলাদেশ দলের সহ-অধিনায়ক সাকিব আল হাসানের। হঠাৎ করে মেয়ে আলাইনা হাসান অব্রির অসুস্থতার জন্য বুধবার দেশে ফিরতে হচ্ছে বিশ্ব সেরা এই অলরাউন্ডারকে।

জানা যায়, দুবাইতে বাবা-মায়ের সঙ্গে বাংলাদেশের টিম হোটেলে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েছে সাকিব কন্যা আলাইনা। অসুস্থ মেয়েকে দেশে রেখে যেতেই টুর্নামেন্টের মাঝপথে ঢাকায় ফিরতে হচ্ছে সাকিব আল হাসানকে।

স্ত্রী উম্মে আহমেদ শিশির এবং মেয়ে আলাইনাকে নিয়ে বুধবার সন্ধ্যা ৬.৩০ এ ঢাকার বিমান ধরার কথা রয়েছে সাকিব আল হাসানের। আগামী ১৯ কিংবা ২০ তারিখে পুনরায় দুবাইতে ফিরবেন তিনি। যেহেতু ২০ তারিখেই আফগানদের বিপক্ষে টাইগারদের দ্বিতীয় ম্যাচ তাই স্বাভাবিক ভাবেই ওই ম্যাচে হয়তো থাকা হচ্ছে না সাকিব আল হাসানের।

যদিও এই ম্যাচে বেশ একটা চাপ নেই টাইগারদের উপর। কেননা আফগানিস্তানের কাছে শ্রীলঙ্কার হারে ইতিমধ্যে সুপার ফোর নিশ্চিত হয়েছে বাংলাদেশের। তাই মাশরাফি-রিয়াদ তারুণ্য নির্ভর দল নিয়েই মাঠে নামতে পারেন।


আরো সংবাদ



premium cement