১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

আফগান প্রিমিয়ার লিগ : তামিম মুশফিক একই দলে

তারা দুজনে খেলবেন নানগারহার টিমে - ছবি : সংগ্রহ

একঝাঁক তারকা ক্রিকেটার নিয়ে প্রথম আসরেই চমক দেখাতে আসছে আফগানিস্তান প্রিমিয়ার লিগ। ক্রিস গেইল, শহীদ আফ্রিদি, আন্দ্রে
রাসেল, বেন্ডন ম্যাককালামের মতো তারকারা ইতোমধ্যেই নাম লিখিয়েছেন এই টুর্নামেন্টের খেলোয়াড় তালিকায়।

আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে বসবে এই টুর্নামেন্টের আসর। ৫ থেকে ২১ অক্টোবর পর্যন্ত মরুর বুকে লড়াই হবে ব্যাটে বলে। টুর্নামেন্টে পাঁচটি দলের আইকন খেলোয়াড় হিসেবে থাকবেন গেইল, আফ্রিদি, আন্দ্রে রাসেল, ম্যাককালাম ও আফগান তারকা রশিদ খান। মোট পাঁচটি ফ্রাঞ্চাইচি দল অংশ নেবে টুর্নামেন্টে। আফগানিস্তানের পাঁচটি অঞ্চল পাকতিয়া, কাবুল, বালখ, নানগারহার ও কান্দাহারের নামে গঠন করা হয়েছে দলগুলো।

সোমবার রাতে দুবাইয়ে এই টুর্নামেন্টের খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হয়েছে। ১৭ থেকে ২০ জন করে খেলোয়াড় কিনেছে প্রতিটি দল। নিম্নে দলগুলোর উল্লেখযোগ্য খেলোয়াড়দের তালিকা দেয়া হলো :

পাকতিয়া স্কোয়াড : শহীদ আফ্রিদি(আইকন), থিসারা পেরেরা, ক্যামেরন ডেলপোর্ট, ক্রিস জর্ডান, ফাহিম আশরাফ, লুক রাইট, মোহাম্মাদ শাহজাদ, শরফুদ্দিন আশরাফ, সামিউল্লাহ শেরওয়ান।

কাবুল স্কোয়াড : রাশিদ খান(আইকন) লুক রঞ্চি, কলিন ইনগ্রাম, সোহেল তানভীর, লরি ইভান্স, ওয়েন পারনেল

বালখ স্কোয়াড : ক্রিস গেইল(আইকন), কলিন মুনরো, মোহাম্মাদ নবী, রবি বোপারা, মোহাম্মাদ ইরফান, কামরান আকমল, রায়ান টেন ডাসকাট, মোহাম্মাদ নওয়াজ।

নানগারহার স্কোয়াড : আন্দ্রে রাসেল(আইকন) তামিম ইকবাল, মুশফিকুর রহীম, বেন কাটিং, মুজিব জাদরান, মিচেল ম্যাকক্লেনাঘান, মোহম্মাদ হাফিজ, স্বন্দীপ লামিচান

কান্দাহার স্কোয়াড : ব্রেন্ডন ম্যাকাকালাম(আইকন), ওয়াহব রিয়াজ, পল স্টারলিং, নাজিবুল্লাহ জাদরান, তায়মাল মিলস, স্যাম বিলিংস।

আরো পড়ুন:

ম্যানচেস্টার ইউনাইটেডে যাচ্ছেন জিদান!

ফের কোচ হিসেবে কাজ করার প্রস্তুতি নিচ্ছেন সাবেক রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। অচিরেই তিনি কোচের নতুন দায়িত্ব পাওয়ার আশা করছেন।

টানা তৃতীয় বারের মত চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা পাইয়ে দিয়ে গত মৌসুম শেষে আকস্মিকভাবে রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব ছেড়ে দেন জিদান। ফ্রান্সের এই সাবেক ফুটবল তারকা মনে করেন ‘জয়ের ধারাবাহিকতা’ অক্ষুন্ন রাখতে পরিবর্তনের প্রয়োজন। যদিও লা লীগায় হতাশাজনক পারফম্যান্সের পর চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জয় করে নিজের অবস্থানকে সুমন্নত করেছেন জিদান।


এদিকে হোসে মরিনহোর অবস্থান ক্রমেই নরবড়ে হয়ে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেডে। যে কারণে ওল্ড ট্রাফোর্ডে তার ভবিষ্যৎ অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। ক্লাবটিতে যোগ দেয়ার বিষয়ে জিদানের সঙ্গে যোগাযোগ হতে পারে।

স্প্যানিশ সম্প্রচার কেন্দ্র আরটিভিইকে জিদান রোববার বলেন, ‘এটি নিশ্চিত অচিরেই আমি কোচিংয়ে ফিরছি।’ ২০১৬ সালের জানুয়ারিতে রাফায়েল বেনিতেজ বরখাস্ত হবার পর রিয়াল মাদ্রিদের প্রধান কোচের দায়িত্ব লাভ করেন জিদান। এর আগে ওই ক্লাবেরই ‘বি’ দলের দায়িত্ব নিয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেন এই ফরাসি তারকা।

ওই বছরই তিনি রিয়ালকে পাইয়ে দেন ঘরোয়া লীগের শিরোপা। তবে গত মৌসুমে তিনি লা লীগার শিরোপা এনে দিতে ব্যর্থ হয়েছেন। ওই মৌসুমটি তৃতীয় স্থান নিয়ে শেষ করে লাব্লাংকোসরা। শিরোপাধারী বার্সেলোনার সঙ্গে ব্যবধান ছিল ১৭ পয়েন্টের।


আরো সংবাদ



premium cement
ইরানি জবাব নিয়ে ভুল হিসাব করেছিল ইসরাইল! কূটনীতিতে বাইডেনবিরোধী হতে চান ট্রাম্প পেনাল্টিতে সাফল্য রিয়ালের জয়ের মানসিকতার প্রমাণ কিমিচের একমাত্র গোলে আর্সেনালকে পরাজিত করে সেমিফাইনালে বায়ার্ন বিরোধী দলকে ভাঙতে ষড়যন্ত্র করছে সরকার : ড. মঈন খান মোস্তাফিজের বিকল্প ভাবছে চেন্নাই, দলে ভিড়িয়েছে এক ইংলিশ পেসার বিদেশ যাওয়া হলো না আশরাফুলের, বাসচাপায় মামাসহ নিহত ‘সন্ত্রাসীদের ঘরে ঢুকে মারা’ বিষয়ে নরেন্দ্র মোদির মন্তব্য নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া মাতৃভূমি রক্ষা করা আমাদের প্রধান কর্তব্য : সেনাপ্রধান ব্রিটিশ হাই কমিশনারের সাথে বিএনপি নেতাদের বৈঠক ১ হাজার টাকার জন্য পেশাদার ছিনতাইকারীরা খুন করে ভ্যানচালক হারুনকে

সকল