২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

সিধুর মাথার দাম ৫ লাখ রুপি!

সিধুর মাথার দাম ৫ লাখ রুপি! - ছবি : সংগৃহীত

ভারতে রাজনীতির ময়দানে কংগ্রেস নেতা-সাবেক ক্রিকেটার নবজ্যোৎ সিং সিধুকে নিয়ে চলছে নানা তর্ক-বিতর্ক-সমালোচনা৷ আর তারই মধ্যে এবার সিধুর কাটা মাথার দাম ৫ লাখ রুপি ঘোষণা গেছে উগ্র হিন্দুবাদী দল বজরং দল৷

পাকিস্তান সেনাপ্রধান জেনারেল বাজওয়াকে আলিঙ্গন এবং ইমরান খানের শপথগ্রহণ অনুষ্ঠানে পাকিস্তানে উপস্থিত থাকার জন্য এমন ঘোষণা বলে জানা গেছে৷

পাকিস্তানের সেনা প্রধানকে কোলাকুলিতে ভারতীয় রাজ্য পাঞ্জবের কংগ্রেস সরকারের মন্ত্রী ও ক্রীড়াবিদ সিধুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগও দায়ের হয় বলে জানা গেছে৷ বিহারের মুজফফরপুর আদালতে অভিযোগ করা হয়েছে৷ জানা গেছে, সুধুর ওঝা নামে এক আইনজীবী এই অভিযোগটি করেছেন৷ তিনি জানান, সিধুর আচরণ দেশবাসীকে আহত করেছে৷

জানা যায়, আদালতে মামলাটি গৃহীত হয়েছে৷ আগামী সপ্তাহে মামলার শুনানি হবে৷ ইমরান খানের পাকিস্তান প্রধানমন্ত্রী পদে শপথের সময় পাকিস্তান সেনা প্রধান কামার জাভেদ বাজওয়াকে আলিঙ্গন করেন সিধু৷ এমনকী তাকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের প্রেসিডেন্ট মাসুদ খানের পাশে তাকে বসতে দেখা যায়৷ ভারতে এর তীব্র প্রতিক্রিয়া শুরু হয়৷ অনেকে সিধুর গায়ে ‘পাকিস্তান প্রেমী’ লেবেল সেঁটে তাকে ইসলামাবাদে পাঠিয়ে দেয়ার দাবি জানান৷ এক বিজেপি মোর্চা নেতা সিধুকে সর্বোচ্চ শাস্তিদানের দাবি জানান৷

সিধুকে নিয়ে বিড়ম্বনায় পড়েছে কংগ্রেসও৷ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিং জানান, পাকিস্তান সেনা প্রধানকে জড়িয়ে ধরার ঘটনাকে তিনিও সমর্থন করেন না৷ এই ভাবে দলের ভিতর ও বাইরে সমালোচিত হয়ে ব্যাকফুটে সাবেক এই ক্রিকেটারও৷ আত্মপক্ষ সমর্থনে তিনি বলেন, ‘‘কেউ (বাজওয়া) যদি আমার দিকে এগিয়ে এসে বলে, আমরা একই সংস্কৃতির বাসিন্দা এবং গুরু নানকের ৫৫০ তম প্রকাশ পর্ব উপলক্ষে করতরপুর সীমান্ত খুলে দেয়া হবে, তাহলে আমার কী করা উচিত ছিল?’’


আরো সংবাদ



premium cement
প্রথম ধাপের উপজেলা ভোটে ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিখ্যাত চালকবিহীনবিমানের আবিষ্কারক কটিয়াদীতে আসছেন গাজার গণকবরের ‘বিশ্বাসযোগ্য ও স্বাধীন’ তদন্তের আহ্বান জাতিসঙ্ঘের চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা পেকুয়ায় জমি নিয়ে সংঘর্ষে আহত ১৪ তড়িঘড়ি ও জোরপূর্বক একীভূতকরণ ব্যাংকিং খাতে অব্যাহত দায়মুক্তির নতুন মুখোশ : টিআইবি লেবাননে ইসরাইলি হামলায় ইরান সমর্থিত যোদ্ধা নিহত জিম্বাবুয়ে সিরিজের জন্য ক্যাম্পে ডাক পেলেন ১৭ ক্রিকেটার, নেই সাকিব-মোস্তাফিজ উত্তর গাজায় আবারো ইসরাইলের গোলাবর্ষণ ধামরাইয়ে তাপদাহে জনজীবন কাহিল, ডায়রিয়াসহ জ্বরে আক্রান্ত হচ্ছে মানুষ মিয়ানমার থেকে দেশে ফিরছেন ১৭৩ বাংলাদেশী

সকল