২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

বিপিএল : আশরাফুলকে নিলে একটা 'অবিশ্বাস' কাজ করবে

মোহাম্মদ আশরাফুল - সংগৃহীত

জাতীয় দল না হোক বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) খেলতে পারবেন তো আশরাফুল। এমন গুঞ্জনই ভেসে বেড়াচ্ছে ক্রিকেটের আকাশে। বিপিএলের আগামী আসরে আশরাফুলকে কোনো ফ্র্যাঞ্চাইজি নেবে কি না সেটি নিয়েও শঙ্কা কাজ করছে ভক্তদের মাঝে। ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর বর্তমানে প্রিয় এই ক্রিকেটারকে আবারো ব্যাট হাতে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার ভক্তরা। জাতীয় দলে না হোক, অন্তত আশরাফুল যেন বিপিএলে খেলতে পারেন সেটাই এখন ভক্তদের প্রাণের দাবি।

আশরাফুলকে নিয়ে বিরূপ প্রতিক্রিয়া রয়েছে ফ্র্যাঞ্চাইজি মালিকদের মধ্যে। ২০১৩ সালে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলা আশরাফুলকে অনেকেই যে নিতে চাইছেন না সেটি নিশ্চিত হওয়া গিয়েছে একজন ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তার বক্তব্যে। নাম প্রকাশ না করার শর্তে সেই কর্মকর্তা জানান, ‘আশরাফুলের মতো একজন ক্রিকেটারের চাহিদা অনেক বেশি থাকলেও তার নৈতিকতা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। মূলত এই কারণেই তাকে দলে নিতে অপারগতা প্রকাশ করছেন অনেকেই। ধরে নিলাম তিনি খেলার জন্য প্রস্তুত। কিন্তু তার সাথে জড়িয়ে আছে কিছু নৈতিকতার প্রশ্নও। যদি তাকে দলে নেই। আর কোনো ঘটনা ঘটে। সে ক্ষেত্রে আশরাফুলের দিকেই যে আঙুল যাবে না তার নিশ্চয়তা কী!’

আশরাফুল যদি ম্যাচে কোনো ক্যাচ মিসও করেন তাহলে জনমনে নানা কানাঘুষা সৃষ্টি হবে বলেও মনে করছেন ওই ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা। সে কারণে বিপিএলে তাকে দলে ভেড়ানোর আগে অনেক চিন্তাভাবনা করতে হবে। তার কথায়, ‘আবার এমনও হতে পারে সে ইচ্ছা করে করেনি কিন্তু কারো কারো কাছে মনে হতে পারে সে হয়তো ইচ্ছা করেই আউট হয়েছে কিংবা ক্যাচ ছেড়েছে। একটা অবিশ্বাস কাজ করবে। সবকিছু ভেবেই তার দিকে হাত বাড়াতে হবে।’

সিলেট সিক্সার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির ওবায়েদ অবশ্য সে পথে হাঁটলেন না। তার কথায়, ‘বিপিএল গভর্নিং কাউন্সিল অ্যাশকে ড্রাফট লিস্টে রাখলে তাকে নিতে আপত্তি নেই সিলেটের। আশরাফুলকে নিতে আমরা কোনো দ্বিধা করব না যদি বিসিবি তাকে তালিকাভুক্ত করে।’

- ক্রিকফ্রেঞ্জি

 

আরো পড়ুন : খেলতে চান আশরাফুল, অন্যকথা বললেন প্রধান নির্বাচক

মোহাম্মদ আশরাফুলের নিষেধাজ্ঞা পুরোপুরি উঠে যাচ্ছে সোমবার। এ দিন থেকে খেলতে পারবেন সব ধরনের ক্রিকেটে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা নেই সহসাই। এখনই জাতীয় দলে সাবেক অধিনায়কের কোনো জায়গা দেখছেন না প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। আশরাফুলের বর্তমান বয়স ৩৪। সে হিসেবে বাংলাদেশের প্রেক্ষাপটে জাতীয় দলে ফেরার লড়াইয়ে ইতিহাসের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ানের হাতে সময়টাও সীমিত। 

২০১৩ বিপিএলে ফিক্সিংয়ে জড়িত থাকায় ২০১৪ সালে তিন বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ মোট ৮ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল আশরাফুলকে। তার আপিলের পর সেই শাস্তি কমে হয় ২ বছরের স্থগিতসহ ৫ বছরের নিষেধাজ্ঞা।

তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৬ সালের অগাস্টে ঘরোয়া ফেরার সুযোগ পান এই ব্যাটসম্যান। তবে স্থগিত নিষেধাজ্ঞার সময়টুকুতেও নিষিদ্ধ ছিলেন ফ্র্যাঞ্চাইজি ও আন্তর্জাতিক ক্রিকেটে। এবার মিলছে নিষেধাজ্ঞা থেকে পুরো মুক্তি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে পারবেন। বিবেচিত হতে পারবেন জাতীয় দলেও।

তবে এখনই বিবেচনার সময় দেখছেন না মিনহাজুল। প্রধান নির্বাচকের মতে, ফিটনেসের অবস্থা দেখে প্রক্রিয়াগুলো পার করলে অন্তত বছরখানেক পর আশরাফুলকে নিয়ে ভাবা যায়।

‘সে অনেক ধরেই আন্তর্জাতিক পর্যায়ে নেই। সুতরাং ঘরোয়া ক্রিকেটে সব ফরম্যাটে তাকে খেলতে হবে। ওর ফিটনেস আন্তর্জাতিক পর্যায়ের জন্য ঠিক আছে কিনা, সেটা দেখতে হবে। সাসপেসশন যাওয়ার পর সব ফরম্যাটে খেলুক, তারপর এক বছর যাওয়ার পর বুঝতে পারব তার ফিটনেস কোন লেভেলে আছে।’

‘এই মুহূর্তে যদি বলতে হয়, তাহলে বলব এই মুহূর্তে দলে কোনো জায়গা নেই। আমাদের যে ফিটনেস লেভেল আছে, এইচপি থেকে শুরু করে ‘এ’ দল ও জাতীয় দলের ফিটনেসের সাথে সে অ্যাটাচড না। এই জায়গায় আসতে হলে তাকে কিছু সময় দিতে হবে। এই লেভেলটা যদি থাকে, তাহলে চিন্তা করা যাবে। সুতরাং এই মুহূর্তে আমরা চিন্তা ভাবনা করছি না।’

নিষেধাজ্ঞা যখন কাটছে, আশরাফুল পেরিয়ে গেছেন ৩৪। তবে বয়সকে কোনো সমস্যা মনে করছেন না প্রধান নির্বাচক। তিনি চোখ রাখবেন ফর্ম ও ফিটনেসে। জাতীয় দলে এখন তুমুল প্রতিযোগিতা। মিনহাজুল তাই মনে করিয়ে দিলেন, আশরাফুলকে ফিরতে হলে করতে হবে বিশেষ কিছু।

‘বয়স কোন বিষয় না। যদি ফিটনেস আন্তর্জাতিক মানের হয়, তাহলে যে কোন ক্রিকেটারই আসতে পারে। ফিটনেস জাতীয় দলের ক্রিকেটারদের পর্যায়ে আনতে হবে। আর পারফরমেন্স অন্যদের তুলনায় অনেক ভালো হতে হবে। কারণ সে যে জায়গায় ব্যাট করে, সে জায়গায় অনেক ক্রিকেটার স্থায়ী হয়ে গেছে। জাতীয় দলের জন্য কোনো ক্রিকেটারকে যদি দেখা হয়, তাকে বিশেষ পারফরম্যান্স করেই আসতে হবে।’ (১২ আগস্ট ২০১৮, প্রকাশিত সংবাদ)


আরো সংবাদ



premium cement