২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

কোহলিদের খাবার তালিকায় গরুর গোস্ত

বিরাটদের দেয়া খাবারের তালিকা (ডানে) - সংগৃহীত

টেস্ট সিরিজ খেলতে এখন ইংল্যান্ড সফর করছে ভারত। প্রথম টেস্ট পরাজয়ের পর দ্বিতীয়টিতেও শঙ্কার মুখে। ফলে সমালোচনায় বিদ্ধ বিরাট অ্যান্ড কোং। এরই মধ্যে ঘটলো আরো এক বিপত্তি। দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের লাঞ্চ বিরতির সময় বিরাট কোহলিদের যে মেন্যু দেয়া হয়েছে, তাতে ছিল গরুর গোস্ত। যা দেখে রীতিমত ক্ষুদ্ধ ভারতীয় সমর্থকরা।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) টুইটার অ্যাকাউন্টে খাবারের মেন্যুর ছবি পোস্ট করার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে। মেন্যুতে 'ব্রেইসড বিফ পাস্তা' নামে একটি আইটেম ছিল।

এই আইটেম দেখে ভারতীয় সমর্থকরা প্রশ্ন তুলেছেন, কেন ভারতীয় দলকে গরুর মাংস দেয়া হলো?

কারণ হিন্দু ধর্মে গরুর গোস্ত খাওয়া নিষিদ্ধ।

বলে রাখা ভালো, লাঞ্চের মেন্যুটি ছিল দুই দলের খেলোয়াড়দের জন্যই। কোহলিদের ধর্মের বিষয়টি হয়ত খেয়াল না রেখেই কাজটি করে ফেলেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তবে এ ঘটনার জন্য এখনো আনুষ্ঠানিকভাবে কোনো দুঃখ প্রকাশও করেনি তারা।

 

আরো পড়ুন : লর্ডসেও নিয়ন্ত্রণে ইংল্যান্ড

বৃষ্টিতে প্রায় ৫ সেশন পরিত্যক্তের পর লর্ডস টেস্টে নাকটীয়তার উদ্ভাবেও অটুট রইল বোলারদের একক আধিপত্য। বিশেষ করে ইংলিশ পেসারদের সমন্বিত অ্যাটাকে ছত্রখান ভারতীয় ব্যাটিং অর্ডার। তারকা বোলার অ্যান্ডারসনের ৫ উইকেটে শিকারের দুর্দান্ত নৈপুণ্যের পর ব্যাটিংয়ে সূচনা প্রত্যাশিত হয়নি ইংলিশদের। তবে প্রয়োজনের মুহূর্তে মিডলঅর্ডারের লড়াকু নৈপুণ্যে লর্ডসেও সাফল্যে সমাপ্তির সুযোগ তৈরি হয়েছে স্বাগতিকদের সামনে।

গতকাল ব্যাট হাতে বিয়ারস্টো ও ওকসের দুর্দান্ত পারফরম্যান্স সিরিজের দ্বিতীয় টেস্টের ফ্রন্ট ছিটের নিয়ন্ত্রণে ইংল্যান্ড। তৃতীয় দিনের চা-বিরতি পর্যন্ত তাদের প্রথম ইনিংসের সংগ্রহ ৫ উইকেটে ২৩০ রান। দলটি ইতোমধ্যেই এগিয়ে গেছে ১২৩ রানে। হাতে অবশিষ্ট ৫ উইকেট।

দুর্দান্ত ফিফটি হাঁকিয়ে বিয়ারস্টো-ওকস প্রতিপক্ষ শিবিরে হারের শঙ্কার উপস্থিতি নিশ্চিত করেছেন। তাদের দুই জনের চমৎকার ব্যাটিংয়ের উইকেটেই চরম ব্যর্থতার নজীর ভারতীয় ব্যাটিং অর্ডারের। দ্বিতীয়দিনের ৩৫ দশমিক ২ ওভারে ১০৭ রানেই প্রথম ইনিংসে অলআউট ভারত। তাসের ঘরের মতো তাদের প্রথম ইনিংস ধসে ইংল্যান্ডের নায়ক অ্যান্ডারসন। অভিজ্ঞ এই পেসার ৫ উইকেট নেন ২০ রানে। ভারতের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন আশ্বিন।

 

আরো পড়ুন : সিপিএলে মাহমুদুল্লাহদের দুর্দান্ত জয়

ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দুর্দান্ত জয় পেয়েছে মাহমুদুল্লাহর সেন্ট কিটস অ্যান্ড নেভিস। প্রথম ম্যাচেই ত্রিনবাগো নাইট রাইডার্সকে ৪২ রানে হারিয়েছে তারা। তবে মাহমুদুল্লাহ নিজে তেমন ভালো করতে পারেননি। ব্যাট-বল দুইটাতেই নিস্প্রভ ছিলেন।

আজ বাংলাদেশ সময় রোববার সকালে টস জিতে মাহমুদুল্লাহদের ব্যাটিং করতে পাঠায় নাইটরা। প্রথম ওভারেই দুই উইকেট হারিয়ে বসে তারা। এরপর গেইল কিছুদুর হাল ধরেছেন। দলে সর্বোচ্চ রান করেন ডিভোন থমাস। চার-ছক্কায় ৩৪ বলে ৫৮ রান করেন। ছয় নম্বরে ক্রিজে এসে ভালো পারফরমেন্স করতে পারেননি মাহমুদুল্লাহ। এক বাউন্ডারি ও এক ছক্কায় ১০ বলে ১৬ রান করে সাজঘরে ফিরেন।

১৫ বলে পাঁচ ছক্কা ও এক বাউন্ডারিতে ৪১ রানের ঝড়ো ইনিংস খেলেন অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট। দলের সংগ্রহ গিয়ে পৌঁছায় ৭ উইকেটে ২০৩ রান।

লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ত্রিনবাগো। প্রথম ছয় ব্যাটসম্যানের মধ্যে কেবল ত্রিস মানরো (৩১) ও ড্যারেন ব্রাভো (৪১) দুই অঙ্কে পৌঁছান। শেষ দিকে কেভন কুপার অপরাজিত থেকে ৪২ রান সংগ্রহ করেন। তবে দলকে জেতাতে পারেননি।

এক ওভার বোলিং করেন মাহমুদুল্লাহ। পাঁচ রান দেন তবে কোনো উইকেট শিকার করতে পারেননি।


আরো সংবাদ



premium cement
জাতিসঙ্ঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থাকে আবার অর্থায়ন শুরু করবে জাপান শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বিএনপিকে অন্ধকারে ঠেলে দিয়েছে : ওবায়দুল কাদের রাশিয়া সমুদ্র তীরবর্তী রিসোর্টে ১৬.৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সিরিয়ায় ইসরাইলি হামলায় নিহত ৩৬ সেনা সদস্য দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে নদীতে পড়ে যুবকের মৃত্যু অ্যানেসথেসিয়ার পুরনো ওষুধ বাতিল করে কেন নতুনের জন্য বিজ্ঞপ্তি! বাইডেনের মেয়াদে রুশ-মার্কিন সম্পর্কের উন্নতির কোনো আশা নেই : রুশ রাষ্ট্রদূত ডিএমপির অভিযানে গ্রেফতার ৪০ নিউইয়র্কে মঙ্গোলিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ফ্ল্যাট জব্দ করবে যুক্তরাষ্ট্র! টাঙ্গাইলে লরি-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১ জিম্বাবুয়ে সিরিজে অনিশ্চিত সৌম্য

সকল