২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

বাংলাদেশের জয়ের পেছনে দ্বাদশ খেলোয়াড়

বাংলাদেশের জয়ের পেছনে দ্বাদশ খেলোয়াড়। ছবি - এএফপি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের লডারহিলে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের দুটি টি-২০ ম্যাচ হবে একথা আগেই জানা গেছিল। সাত সাগর তেরো নদী পাড়ি দিয়ে মার্কিন মুলুকে বসবাসরত বাংলাদেশিরা যে ক্রিকেটকে ভুলে যায় নি  তা প্রমাণ দেখা গেল ফ্লোরিডায়। দুই ম্যাচেই প্রবাসীদের উপচে পড়া ভীড়ে মনে হবে এ যেনো এক টুকরো মিরপুর!

লডারহিলে অনুষ্ঠিত তৃতীয় টি-২০ শেষে প্রবাসীদের ক্রিকেটের প্রতি ভালবাসার কথা মনে করিয়ে দেন সাকিব। ম্যাচ জয়ে মাঠে উপস্থিত দর্শকরা যে ভূমিকা রেখেছেন সেটাই শোনা গেল বাংলাদেশী অধিনায়কের কণ্ঠে। তিনি বলেন, আমরা কখনও অনুভব করিনি দেশের বাইরে খেলছি। এখানকার ভক্তদের ধন্যবাদ দিচ্ছি। তারা দ্বাদশ খেলোয়াড়ের মত কাজ করেছে।

সাকিব যুক্তরাষ্ট্রে পৌঁছেই জানিয়েছিলেন, বাংলাদেশ দ্বিতীয় বাড়িতে খেলতে যাচ্ছে। কেননা যুক্তরাষ্ট্র প্রবাসী প্রচুর বাংলাদেশী সমর্থক মাঠে উপস্থিত থেকে বাংলাদেশকে নিজ দেশের মাটিতে খেলা চলাকালীন সমর্থন দিবে এটি মনে হয় জানা ছিল সাকিবের। ফ্লোরিডার লডারহিলের মাঠ যেন একটুকরো মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

যুক্তরাষ্ট্রের এই মাঠে আন্তর্জাতিক ম্যাচ হলেও বাংলাদেশ আগে কখনো খেলেনি। আর তাই বাংলাদেশি প্রবাসীরা দল বেঁধে এসেছিলেন খেলা দেখতে। হাজার হাজার বাংলাদেশি দর্শকে পরিপূর্ণ লডারহিল মাঠ ছিল উৎসবমুখর পরিবেশ। শুধু ফ্লোরিডা নয়, অন্যান্য রাজ্য থেকেও অনেকে খেলা দেখতে এসেছিলেন।

আজ ফ্লোরিডায় অনুষ্ঠিত তিন ম্যাচ টি২০ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ জিতেছে ১৯ রানে। ফলে সিরিজটি বাংলাদেশ ২-১-এ জিতে নিলো। এর আগে ওয়ানডে সিরিজও বাংলাদেশ জিতেছিল একই ব্যবধানে। অবশ্য টেস্ট সিরিজে হেরে গিয়েছিল বাংলাদেশ।

টসে জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ করে ৫ উইকেটে ১৮৫ রান। টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের বিপক্ষে এটিই বাংলাদেশের দলীয় সর্বোচ্চ সংগ্রহ। এই রেকর্ডের ওপর ভর করেই শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয় টাইগাররা। বৃষ্টির কারণে অবশ্য ওয়েস্ট ইন্ডিজ তাদের ইনিংস শেষ করতে পারেনি। ১৭.১ ওভারে তাদের স্কোর যখন ৭ উইকেটে ১৩৫, তখনই খেলা বন্ধ হয়ে যায় বৃষ্টির কারণে। তখন বাকি ১৭ বলে তাদের করার দরকার ছিল ৫০ রান কিছু সময় অপেক্ষার পর বাংলাদেশকে ডি/এল পদ্ধতিতে জয়ী ঘোষণা করা হয়।

আগের ম্যাচে মোস্তাফিজই ওয়েস্ট ইন্ডিজের ওপর জোড়া আঘাত হেনে তাদেরকে ব্যাকফুটে যেতে বাধ্য করেছিলেন। ফ্লোরিডায় আজও তিনি প্রথম আঘাত হনেন। তার শিকার হয়ে বিদায় নেন ফ্লেচার। এরপর সৌম্য সরকারের শিকার হয়ে ফিরে গেছেন ওয়ালটন। 

মোস্তাফিজের তিনটি ছাড়াও সৌম্য সরকার, সাকিব আল হাসান, রুবেল হোসেন, আবু হায়দার একটি করে উইকেট নিয়েছেন।

 

 

আরো দেখুন: টি২০তে প্রথম হাফ সেঞ্চুরি করে যা বললেন লিটন দাস

টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো হাফ সেঞ্চুরির সীমা ছুঁলেন লিটন দাস। ক্যারিয়ারে ক্যারিয়ারে টেস্ট এবং ওয়ানডের চেয়ে টি-টোয়েন্টিই বেশি খেলেছেন লিটন। কিন্তু টেস্টে তিনটি হাফ সেঞ্চুরি থাকলেও, সীমিত ওভারে এর আগে তিনি একবারও পৌঁছতে পারেননি এ অঙ্কে।

১০ টেস্টের ১৭ ইনিংসে ৩টি হাফ সেঞ্চুরি (সর্বোচ্চ ৯৪) থাকলেও ওয়ানডে (১২টি) এবং টি-টোয়েন্টিতে কোনো হাফ সেঞ্চুরি নেই তার। আজকের ম্যাচ নিয়ে তার খেলা টি-টোয়েন্টির সংখ্যা ১৫টি। অবশেষে ১৫তম ম্যাচে এসে প্রথম হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন লিটন দাস।


টি-টোয়েন্টিতে এর আগে লিটন ‍কুমার দাসের সর্বোচ্চ রান ছিল ৪৩। এই বছর কলম্বোয় নিদাহাস ট্রফিতে ভারতের বিপক্ষে ৪৩ রানের ইনিংসটি খেলেন তিনি। এবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরির দেখা পেলেন তিনি।

তাও যেনতেনভাবে নয়। রীতিমত বিধ্বংসী হয়ে। ক্যারিবীয় বোলারদের একের পর এক মাঠের বাইরে পাঠিয়েছেন। মাত্র ২৪ বলে তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি।

ইনিংসের ৮ম ওভারে গিয়ে স্যামুয়েল বদ্রির কাছ থেকে ১ রান নিয়েই হাফ সেঞ্চুরির মাইলফলকে পৌঁছান। সব মিলিয়ে ১৬ ইনিংস হাফ সেঞ্চুরির দেখা পেলেন তিনি। তবে ৩২ বলে ৬১ রান করে আউট হয়ে যান তিনি।

১১তম ওভারের ৫ম বলে এসে ক্যাচ তুলে দেন লিটন। কেসরিক উইলিয়ামসের স্লো ডেলিভারিকে বুঝতে না পেরে কভারের ওপর দিয়ে তুলে দিতে চেয়েছিলেন। কিন্তু ব্যাটে-বলে ঠিকমত না হওয়ার কারণে লং অফে ক্যাচ উঠে যায় এবং অ্যাশলে নার্স সেটিকে তালুবন্দী করে নেন। ৬টি বাউন্ডারি এবং ৩টি ছক্কায় নিজের ইনিংসকে সাজান লিটন।

এই অসাধারণ পারফরম্যান্সে ম্যাচ সেরার খেতাব পান তিনি।

ম্যাচ শেষে তিনি বলেন, ‘এটা আমাদের দলের জন্য অবশ্যই একটা বড় জয়। তারা (ও. ইন্ডিজ) অত্যন্ত ভালো একটা দল, তারা বিশ্ব চ্যাম্পিয়ন। পিচটি ছিল আমাদের মাঠের মতোই। এটা আমার প্রথম হাফ সেঞ্চুরি এবং ভাগ্য আমার সহায় হয়েছে।’

রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জিতল বাংলাদেশ। আজ ফ্লোরিডায় অনুষ্ঠিত তিন ম্যাচ টি২০ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ জিতেছে ১৯ রানে। ফলে সিরিজটি বাংলাদেশ ২-১-এ জিতে নিলো। এর আগে ওয়ানডে সিরিজও বাংলাদেশ জিতেছিল একই ব্যবধানে। অবশ্য টেস্ট সিরিজে হেরে গিয়েছিল বাংলাদেশ।

আজ টসে জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ করে ৫ উইকেটে ১৮৫ রান। টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের বিপক্ষে এটিই বাংলাদেশের দলীয় সর্বোচ্চ সংগ্রহ। এই রেকর্ডের ওপর ভর করেই শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয় টাইগাররা। বৃষ্টির কারণে অবশ্য ওয়েস্ট ইন্ডিজ তাদের ইনিংস শেষ করতে পারেনি। ১৭.১ ওভারে তাদের স্কোর যখন ৭ উইকেটে ১৩৫, তখনই খেলা বন্ধ হয়ে যায় বৃষ্টির কারণে। তখন বাকি ১৭ বলে তাদের করার দরকার ছিল ৫০ রান কিছু সময় অপেক্ষার পর বাংলাদেশকে ডি/এল পদ্ধতিতে জয়ী ঘোষণা করা হয়।

আগের ম্যাচে মোস্তাফিজই ওয়েস্ট ইন্ডিজের ওপর জোড়া আঘাত হেনে তাদেরকে ব্যাকফুটে যেতে বাধ্য করেছিলেন। ফ্লোরিডায় আজও তিনি প্রথম আঘাত হনেন। তার শিকার হয়ে বিদায় নেন ফ্লেচার। এরপর সৌম্য সরকারের শিকার হয়ে ফিরে গেছেন ওয়ালটন।

মোস্তাফিজের তিনটি ছাড়াও সৌম্য সরকার, সাকিব আল হাসান, রুবেল হোসেন, আবু হায়দার একটি করে উইকেট নিয়েছেন।


আরো সংবাদ



premium cement