২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

অবসর নিচ্ছেন ধোনি!

ধোনি
মহেন্দ্র সিং ধোনি - সংগৃহীত

চার বছর আগে, ২০১৪ সালের ২৬ ডিসেম্বর মেলবোর্ন টেস্টে দ্বিতীয় ইনিংসে ৩৯ বলে ২৪ রানের অপরাজিত ইনিংস খেলে টেস্ট ড্র করলেন। মাঠ ছাড়ার সময সংগ্রহ করে নিলেন স্টাম্পগুলো। তারপরই হঠাৎ ঘোষণা করলেন তিনি আর টেস্ট খেলবেন না। না, আগে থেকে কোনো ঘোষণা, না কোনো বিদায় অনুষ্ঠান, হঠাৎ করেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি।

২০১৮, ১৭ জুলাই ইংল্যান্ডের লিডস স্টেডিয়াম, ভারত বনাম ইংল্যান্ড ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ হারার পর মাঠ ছাড়ার সময় আম্পায়ারের কাছ থেকে ম্যাচের বলটি চেয়ে নিলেন। আর এতেই প্রশ্ন উঠে গেল সব মহলে তাহলে কী এবার সবধরণের ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন ধোনি?

খুব কাছে এসে ইতিহাস তৈরি করতে না পেরে ইংল্যান্ডের কাছে ‘মেন ইন ব্লু’র সিরিজ হার নিয়ে সোশ্যাল মিডিয়া যতটা না সরগরম তার থেকে বেশি আলোচনা চলছে ম্যাচ শেষে আম্পায়ারের হাত থেকে ধোনির বল নেয়া। সবারই একই প্রশ্ন, ২৮ বছর পর দ্বিতীয়বারের জন্য ভারতবাসীকে বিশ্বকাপের স্বাদ দেয়া ‘মিস্টার কুল’ কী সত্যি সরে যাচ্ছেন?

লর্ডসের ওয়ানডে তে বিশ্বের দ্বিতীয় এবং ভারতের প্রথম উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রানের গন্ডি টপকেছেন। ধোনির আগে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে এই রেকর্ড একমাত্র ছিল শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সঙ্গাকারার। ওয়ান ডে-র মোট ৪০৪ ম্যাচে ১৪,২৩৪ রানের রেকর্ড রয়েছে শ্রীলঙ্কার উইকেট কিপার ব্যাটসম্যানের। উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে সঙ্গাকারার পরেই থাকলেন ধোনি। ২০১৭ সালের জুলাই মাসে অ্যাডাম গিলক্রিস্টকে (ওয়ান ডে ৯,৪১০ রান) টপকে যান সাবেক ভারত অধিনায়ক।

শনিবার ৩৩ রান করার মুহূর্তেই ওয়ানডে তে ১০ হাজার রানের মাইল স্টোন স্পর্শ করেন ধোনি। তার আগে যে তিনজন ভারতীয় ব্যাটসম্যান ১০ হাজার রানের মাইলস্টোন ছুঁয়েছেন তারা হলেন, সচিন টেন্ডুলকার (১৮, ৪২৬ রান ওয়ান ডে , ম্যাচ-৪৬৩), সৌরভ গাঙ্গুলি (১১,৩৬৩ রান, ওয়ান ডে, ম্যাচ-৩১১) ও রাহুল দ্রাবিড় (১০, ৮৮৯ রান, ওয়ান ডে, ম্যাচ-৩৪৪)। বিশ্বের ১২ নম্বর ব্যাটসম্যান হিসেবে এই রেকর্ড গড়েন ধোনি।

ক্রিকেটবিশ্ব তাকে গ্রেট ফিনিশার হিসেবেই চেনে! ওয়ান ডে ক্রিকেটে ১০ হাজার রানের মাইলস্টোন ছোঁয়ার দিনেই মন্থর ব্যাটিংয়ের জন্য লর্ডসের দর্শকদের থেকে বিদ্রুপ শুনেছেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক। ক্যারিয়ারের শেষপ্রান্তে এসে ‘দ্য গ্রেট ফিনিশার’ ধোনির এটা প্রাপ্য ছিল না বলেই মনে করেন ক্যাপ্টেন কোহলি।

লিডসেও ৬৬ বলে ৪২ রানের একটি লড়াকু ইনিংস খেললেও ফিনিশার ধোনি যেন অনেকটাই মিসিং। যদিও ইংল্যান্ড সফরে আসার আগেই শেষ আইপিএলে চেন্নাইয়ের তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার পিছনে অধিনায়ক হিসেবে ধোনির পারফরম্যান্স ছিল নজর কাড়া। কিন্তু ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজে চেনা ধোনিকে খুঁজে পেতে অসুবিধে হয়েছে। নিজের টেস্ট পারফরম্যান্স পড়ছে এটা আঁচ করে হঠাৎই সরে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেটের ‘রাঁচি কা রনৌক’। তাই ম্যাচ শেষে আম্পায়ারের কাছ থেকে ধোনির বল চেয়ে নেয়া দেখেই অনেকেই আঁচ করেছেন এবার হয়ত ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাতে চলেছে ধোনি।

 

আরো পড়ুন : ভারতের ভরাডুবি, দুর্দান্তভাবে সিরিজ জিতে নিলো ইংল্যান্ড

ইংল্যান্ডের মাটিতে ব্রিটিশদের হারিয়ে ওয়ান ডে সিরিজ জেতার রেকর্ড নেই ভারতের৷ খুব কাছে এসেও এবারো সেই সুযোগ মিস করল ‘মেন ইন ব্লু’৷ লিডসের মাঠে ৮ উইকেটে ম্যাচ জিতে ২-১ সিরিজ পকেটে পুরল ইয়ন মর্গ্যানের ইংল্যান্ড৷৫.৩ ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় মর্গ্যানবাহিনী৷

লিডসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়া বিরাট-ব্রিগেড ৫০ ওভারে ২৫৬ রান তোলে৷ ২৫৭ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে বেয়ারস্টোর ব্যাটে ঝোড় শুরুয়াত করে ইংল্যান্ড৷ ব্রিটিশদের দুই ওপেনার বড় ইনিংস খেলতে না পারলেও রান রেট চেপে বসতে দেননি৷ তবে ইংল্যান্ডের হয়ে ম্যাচ জেতানো ইনিংস খেলেন অধিনায়ক ইয়ন মর্গ্যান ও সেকেন্ড ডাউনে ব্যাট করতে নামা জো রুট৷ দুজনেই অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন৷ ১২০ বলে অপরাজিত ১০০ রানের অনবদ্য ইনিংস খেলেন জো রুট৷ ৮৮ রানে অপরাজিত থাকেন অধিনায়ক ইয়ান মর্গ্যানও৷

‘মেন ইন ব্লু’ স্কোয়াডের কোনও বোলারই লিডসের মাঠে নজর কাড়তে পারেননি৷ শার্দুল ঠাকুর ছাড়া অন্য কোনো বোলার উইকেট পাননি৷ ভারতীয় পেশ বোলিংয়ের সেরা অস্ত্র ভুবনেশ্বর কুমার ৭ ওবার বল করে ৪৯ রান দিলেও উইকেট পাননি৷ এই মুহূর্তে অন্যতম সেরা স্পিনার কুলদীপ যাদবও ১০ ওভার বল করে ৫৫ রান দিয়ে উইকেট নিতে পারেননি৷

১০ ওভারে ৪৯ রান দিয়ে ৩ উইকেট নিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন আদিল রশিদ৷ পুরো সিরিজ জুড়ে অনবদ্য পারফরম্যান্সের জন্য প্লেয়ার অফ দ্য সিরিজ খেতাব জিতেছেন ইংরেজ ব্যাটসম্যান জো রুট৷

মঙ্গবার লিডসের ম্যাচ জিতলেই ইংল্যান্ডের মাটিতে ইতিহাস গড়ে প্রথমবার সিরিজ জিতত ভারত৷ যা আপাতত অধরাই রইল বিরাটবাহিনীর জন্য৷ তিন ম্যাচের সিরিজে ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম ম্যাচে আট উইকেটে জিতে ১-০ এগিয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া৷ কিন্তু লর্ডসে দ্বিতীয় ম্যাচে স্বপ্নের প্রত্যাবর্তন করে ইংল্যান্ড৷ বিরাটদের সামনে ৩২২ রানের টার্গেট রাখে মর্গ্যানবাহিনী৷ রান তাড়া করতে গিয়ে ২৩৬ রানে অল-আউটে হয়ে যায় কোহলি অ্যান্ড কোং৷ সিরিজে সমতা (১-১) ফেরায় ইংল্যান্ড৷

আগে ইংল্যান্ডের মাটিতে ভারত ১৯৮৩ বিশ্বকাপ এবং ২০০২ ন্যাটওয়েস্ট সিরিজ জিতেছে৷ যদিও কোনওটাই ওয়ান ডে সিরিজ ছিল না৷ তবে দু’বারই ভারতের জয়গাথা রচিত হয়েছিল লর্ডসের ক্রিকেট মক্কায়৷ ৮৩ বিশ্বকাপ ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেশকে প্রথম বিশ্বজয়ের স্বাদ এনে দিয়েছিলেন কপিল দেব৷ ১৯ বছর পর ন্যাটওয়েস্ট ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ট্রফি জিতেছিল সৌরভের ভারত৷


আরো সংবাদ



premium cement
বৃষ্টির জন্য রাজশাহীতে ইসতিসকার নামাজ আদায় গাজীপুরে মহাসড়কের পাশ থেকে মৃত হাতি উদ্ধার প্রচণ্ড গরমের মধ্যে লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে দুই ভাইকে পিটিয়ে হত্যা : প্রতিবাদ সমাবেশে পুলিশের গুলির নিন্দা জামায়াতের রাজধানীতে তৃষ্ণার্তদের মাঝে শিবিরের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ রাজশাহীতে সাড়ে ৬ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা গাজার বালিতে আটকে পড়েছে ইসরাইলি বাহিনী : হামাস মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন : যা বলছে আওয়ামী লীগ মান্দায় বিদ্যুতের আগুনে পুড়ল ৮ বসতবাড়ি রিজওয়ানকে টি-টোয়েন্টি ক্রিকেটের ব্র্যাডম্যান বললেন আফ্রিদি

সকল