১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

ভারতের ভরাডুবি, দুর্দান্তভাবে সিরিজ জিতে নিলো ইংল্যান্ড

ভারতের ভরাডুবি, দুর্দান্তভাবে সিরিজ জিতে নিলো ইংল্যান্ড - ছবি : সংগৃহীত

ইংল্যান্ডের মাটিতে ব্রিটিশদের হারিয়ে ওয়ান ডে সিরিজ জেতার রেকর্ড নেই ভারতের৷ খুব কাছে এসেও এবারো সেই সুযোগ মিস করল ‘মেন ইন ব্লু’৷ লিডসের মাঠে ৮ উইকেটে ম্যাচ জিতে ২-১ সিরিজ পকেটে পুরল ইয়ন মর্গ্যানের ইংল্যান্ড৷৫.৩ ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় মর্গ্যানবাহিনী৷

লিডসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়া বিরাট-ব্রিগেড ৫০ ওভারে ২৫৬ রান তোলে৷ ২৫৭ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে বেয়ারস্টোর ব্যাটে ঝোড় শুরুয়াত করে ইংল্যান্ড৷ ব্রিটিশদের দুই ওপেনার বড় ইনিংস খেলতে না পারলেও রান রেট চেপে বসতে দেননি৷ তবে ইংল্যান্ডের হয়ে ম্যাচ জেতানো ইনিংস খেলেন অধিনায়ক ইয়ন মর্গ্যান ও সেকেন্ড ডাউনে ব্যাট করতে নামা জো রুট৷ দুজনেই অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন৷ ১২০ বলে অপরাজিত ১০০ রানের অনবদ্য ইনিংস খেলেন জো রুট৷ ৮৮ রানে অপরাজিত থাকেন অধিনায়ক ইয়ান মর্গ্যানও৷

‘মেন ইন ব্লু’ স্কোয়াডের কোনও বোলারই লিডসের মাঠে নজর কাড়তে পারেননি৷ শার্দুল ঠাকুর ছাড়া অন্য কোনো বোলার উইকেট পাননি৷ ভারতীয় পেশ বোলিংয়ের সেরা অস্ত্র ভুবনেশ্বর কুমার ৭ ওবার বল করে ৪৯ রান দিলেও উইকেট পাননি৷ এই মুহূর্তে অন্যতম সেরা স্পিনার কুলদীপ যাদবও ১০ ওভার বল করে ৫৫ রান দিয়ে উইকেট নিতে পারেননি৷

১০ ওভারে ৪৯ রান দিয়ে ৩ উইকেট নিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন আদিল রশিদ৷ পুরো সিরিজ জুড়ে অনবদ্য পারফরম্যান্সের জন্য প্লেয়ার অফ দ্য সিরিজ খেতাব জিতেছেন ইংরেজ ব্যাটসম্যান জো রুট৷

মঙ্গবার লিডসের ম্যাচ জিতলেই ইংল্যান্ডের মাটিতে ইতিহাস গড়ে প্রথমবার সিরিজ জিতত ভারত৷ যা আপাতত অধরাই রইল বিরাটবাহিনীর জন্য৷ তিন ম্যাচের সিরিজে ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম ম্যাচে আট উইকেটে জিতে ১-০ এগিয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া৷ কিন্তু লর্ডসে দ্বিতীয় ম্যাচে স্বপ্নের প্রত্যাবর্তন করে ইংল্যান্ড৷ বিরাটদের সামনে ৩২২ রানের টার্গেট রাখে মর্গ্যানবাহিনী৷ রান তাড়া করতে গিয়ে ২৩৬ রানে অল-আউটে হয়ে যায় কোহলি অ্যান্ড কোং৷ সিরিজে সমতা (১-১) ফেরায় ইংল্যান্ড৷

আগে ইংল্যান্ডের মাটিতে ভারত ১৯৮৩ বিশ্বকাপ এবং ২০০২ ন্যাটওয়েস্ট সিরিজ জিতেছে৷ যদিও কোনওটাই ওয়ান ডে সিরিজ ছিল না৷ তবে দু’বারই ভারতের জয়গাথা রচিত হয়েছিল লর্ডসের ক্রিকেট মক্কায়৷ ৮৩ বিশ্বকাপ ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেশকে প্রথম বিশ্বজয়ের স্বাদ এনে দিয়েছিলেন কপিল দেব৷ ১৯ বছর পর ন্যাটওয়েস্ট ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ট্রফি জিতেছিল সৌরভের ভারত৷

আরো পড়ুন :
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ নেওয়াজ
শ্রীলংকার সাবেক ক্রিকেটার নাভিদ নেওয়াজকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।
২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে নেওয়াজকে নিয়োগ দিয়েছে বিসিবি।

শ্রীলংকায় প্রথম শ্রেনির ক্রিকেটে বেশ পরিচিত খেলোয়াড় নেওয়াজ। ১৩১টি প্রথম শ্রেনির ম্যাচ খেলেছেন তিনি। তবে খেলোয়াড় হিসেবে জাতীয় দলের হয়ে ভালো কিছু করতে পারেননি তিনি। তাই আন্তর্জাতিক অঙ্গনে অভিজ্ঞতাও কম। শ্রীলংকার হয়ে মাত্র ১টি টেস্ট ও ৩টি ওয়ানডে খেলেছেন নেওয়াজ। বাংলাদেশের বিপক্ষে এক মাত্র টেস্টে ৯৯ রান করেন নেওয়াজ।

২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর কোচিং ক্যারিয়ার শুরু করেন নেওয়াজ। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ ছিলেন তিনি। এরপর ২০১৪ থেকে ২০১৫ পর্যন্ত শ্রীলংকার ইর্মাজিং স্কোয়াডের ব্যাটিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন ৪৪ বছর বয়সী নেওয়াজ।

 


আরো সংবাদ



premium cement
ইসরাইলকে পারমাণবিক স্থাপনায় আঘাতের ব্যাপারে সতর্ক করলো আইআরজিসি সাংবাদিকতার পথিকৃৎ কাঙ্গাল হরিনাথ মজুমদারের ১২৮তম প্রয়াণ দিবসে স্মরণ সভা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের শূন্য পদ দ্রুত পূরণের নির্দেশ ট্রেনের ইঞ্জিনের সামনে ঝুলন্ত নারীর লাশ উদ্ধার মধুর প্রতিশোধে সিটিকে বিদায় করে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ রাজশাহীতে ভুয়া তিন সেনা সদস্য গ্রেফতার ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, আক্রান্ত ২৩ চেয়ারম্যান প্রার্থীকে অপহরণ, প্রতিদ্বন্দ্বী আ'লীগ নেতাকে ইসির শোকজ বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা চরফ্যাশনে স্কুল শিক্ষিকাকে কোপানো মামলার আসামি গ্রেফতার ফরিদপুরে মাইক্রোবাস-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫

সকল