২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

শেষ ওয়ানডেতে ভারতের ব্যাটিং বিপর্যয়

শেষ ওয়ানডেতে ভারতের ব্যাটিং বিপর্যয় - ছবি : এএফপি

লিডসে স্বাগতিক ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানেডেতে দারুণ সম্ভবনা জাগিয়েও বড় স্কোর পায়নি ভারত। দলীয় ১৩ রানে ওপেনার রোহিত শর্মাকে হারালেও দ্বিতীয় উইকেটে অধিনায়ক বিরাট কোহলি ও শেখর ধাওয়ানের ৭১ রানের জুটি ভারততে বড় স্কোরের পথ দেখায়। তবে ব্যক্তিগত ৪৪ রানে ধাওয়ান রানআউট হলে দিনেশ কার্তিক ও এমএস ধোনীকে নিয়ে দুটি জুটি গড়েন কোহলি। কিন্তু শেষ পর্যন্ত ইংলিশ বোলারদের কাছে তাদের হার মানতে হয়।

পরপর কোহলি, দিনেশ কার্তিক ও সুরেশ রায়নাকে তুলে নিয়ে ভারতীয় ইনিংসের মেরুদ- ভেঙে দেন ইংলিশ পেসার আদিল রশিদ। কোহলিকে ব্যক্তিগত ৭১ রানে ও কার্তিককে ২১ রানে বোল্ড করেন রশিদ। ধোনী উইকেটের পেছনে ক্যাচ দেন উইলির বলে। শেষ দিকে অবশ্য বোলারদের ব্যাটে ভর করে আড়াইশো পার হয় ভারতের ইনিংস। হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার ও শার্দুল ঠাকুর যথাক্রমে ২১, ২১, ২২ রান করেন।

ইংলিশ বোলারদের মধ্যে ৪৯ রানে ও ডেভিড উইলি ৪০ রানে ৩টি করে উইকেট নেন। তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা থাকায় এই ম্যাচটি হয়েছে অঘোষিত ফাইনাল।


আরো সংবাদ



premium cement