২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

শামির বিরুদ্ধে আবার বিস্ফোরক অভিযোগ হাসিনের

শামির বিরুদ্ধে আবার বিস্ফোরক অভিযোগ হাসিনের - ছবি : সংগৃহীত

ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামির বিরুদ্ধে আবারো বিস্ফোরক অভিযোগ করলে তার স্ত্রী হাসিন জাহান। দিনের পর দিন সম্পর্কের তিক্ততা যে বাড়ছে তা আর বলার অপেক্ষা রাখে না।

এবার হাসিন অভিযোগ করেছেন, ঈদের পর নাকি ফের বিয়ে করছেন মোহাম্মদ শামি। সে কারণেই যেকোনো মূল্যে হাসিনের কাছে বিচ্ছেদ করতে চাইছেন তিনি। ডিভোর্স পাওয়ার জন্য বেশি টাকা দিতে চাইছেন। এমনও অভিযোগ করেছেন হাসিন।

শামি যদিও হাসিনের এই দাবি উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন,‘‌প্রথম বিয়ে নিয়ে আমি ভীষণভাবে ব্যাতিব্যস্ত। পাগল না হলে দ্বিতীয়বার বিয়ের কথা ভাবব না। হাসিন এর আগেও আমার বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন। এটা তার নতুন সংযোজন মাত্র। তবে এর মধ্যে একটা ভালো দিকও আছে, এবার আমি বিয়ে করে তাকে দাওয়াত করে দ্বিতীয় বউয়ের সঙ্গে আলাপ করিয়ে দেব।’‌

শামি অভিযোগ করেছেন, ‘‌ব্যক্তিগত জীবনের সমস্যার কারণেই আইপিএল ম্যাচে ভালোমত মনোসংযোগ করতে পারেননি তিনি। তবে ইংল্যান্ড সফরে নিজের পারফরমেন্সের দিকেই নজর দিতে চাই।’‌
জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষবার ভারতের জার্সিতে খেলেছেন শামি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি টেস্ট ম্যাচ খেলে ১৫টি উইকেট নিয়েছিলেন তিনি।

তারপরেই হাসিনের স্ত্রী ফেসবুক পোস্টে একাধিক মহিলার সঙ্গে শামির সম্পর্ক নিয়ে বিতর্কিত পোস্ট করেন। এমনকি পাকিস্তানি এক মহিলার কাছ থেকে সামি টাকা নিয়েছিলেন বলেও অভিযোগ

আরো পড়ুন :
শামি-হাসিন সম্পর্কে নতুন সমীকরণ!
১২ মার্চ, ২০১৮-এ প্রকাশিত

পরিস্থিতি যে বেগতিক সেটা আন্দাজ করেই স্ত্রী হাসিন জাহানের সঙ্গে সমঝোতার পথে হাঁটতে চাইছেন ভারতের জাতীয় দলের পেসার মোহাম্মদ শামি। ভারতীয় দলের পেসারটি গতকাল বলেছিলেন, ভাঙা সংসার জোড়া লাগানোর জন্য সবকিছু করতে তিনি রাজি। স্ত্রী-কন্যাকে নিয়ে ফের সুখে জীবন কাটাতে চান। সামির এই বক্তব্যের পর কিছুটা হলেও বরফ গলার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। রোববার নিজের বাড়িতে আইনজীবীকে সঙ্গে নিয়ে শামির বিরুদ্ধে ফের ক্ষোভ উগরে দিলেও আগের চেয়ে নমনীয় ছিল হাসিন জাহানের কণ্ঠস্বর।

শামির হয়ে ‘ব্যাট’ করতে ময়দানে নেমেছে অনেকেই। হাসিন জাহানের আইনজীবী দাবি করেছেন, গতকাল এক ব্যক্তি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন করে মিটমাট করে নেয়ার প্রস্তাব দেন। তার যুক্তি, হাসিন জাহান মামলা তুলে নিলে শামির ক্রিকেট কেরিয়ার সুরক্ষিত থাকবে। কেন্দ্রীয় চুক্তিতেও ওকে রাখা হবে। ব্যাপারটি তাই গুরুত্ব দিয়ে বিবেচনার জন্য হাসিনের আইনজীবীকে অনুরোধ করেন ওই ব্যক্তি।

এমন গুরুতর বিতর্কে জড়িয়ে আর্থিক দিক থেকে বড় ক্ষতির মুখে পড়তে পারেন শামি। গতবার বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে ‘বি’ ক্যাটেগরিতে ছিলেন তিনি। এবার প্রমোশন হয়ে ‘ক্যাটাগরি ‘এ’ হওয়ার সম্ভাবনা ছিল। সেক্ষেত্রে বছরে পেতেন ৫ কোটি রুপি এছাড়া আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস তাকে ৩ কোটি রুপি দিয়ে দলে নিয়েছে। কিন্তু তার খেলা আটকে গেলে এ সব থেকে বঞ্চিত হবেন তিনি।

এদিকে, দিল্লি ডেয়ারেডভিলসের অধিনায়ক গৌতম গম্ভীর বলেছেন, ‘শামির ব্যাপারে বিসিসিআইয়ের দিকে আমরা তাকিয়ে রয়েছি। বোর্ডের সিদ্ধান্ত জানার পরেই পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’ ভারতের প্রাক্তন ক্রিকেটার মোম্মদ কায়িফ জানিয়েছেন, ‘শামি বড় মাপের বোলার। আশা করি, ওর সমস্যা মিটে যাবে।’

হাসিন জাহানের সংবাদ সম্মেলনের পর সামি বলেন, ‘মেয়ের মুখ চেয়ে স্ত্রীকে অনুরোধ করব সব ভুলে আগের মতো আমার জীবনে ফিরে আসতে। খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। ঠিকভাবে প্র্যাকটিসও করতে পারছি না। এর প্রভাব পড়ছে পরিবারের ওপর এবং মেয়ের ওপর। আখেরে এই অশান্তিতে ক্ষতিটা হচ্ছে আমাদের দু’জনেরই।’

 


আরো সংবাদ



premium cement
শাস্তি কমিয়ে সড়ক পরিবহন আইন সংশোধনে উদ্বেগ টিআইবির যখন দলকে আর সহযোগিতা করতে পারবো না তখন অবসরে যাব : মেসি ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড্যানিয়েল কাহনেম্যান আর নেই বিএনপি নেতাকর্মীদের সম্পত্তি দখলের অভিযোগ খণ্ডালেন ওবায়দুল কাদের আটকের পর নাশকতা মামলায় গ্রেফতার দেখানো হলো ইউপি চেয়ারম্যানকে বদর যুদ্ধে যারা শহীদ হয়েছেন পণবন্দী জাহাজ ও ক্রুদের মুক্ত করার প্রচেষ্টায় অগ্রগতি হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী ঝালকাঠিতে নিখোঁজের ২ দিন পর নদীতে মিলল ভ্যানচালকের লাশ বাল্টিমোর সেতু ভেঙে নদীতে পড়া ট্রাক থেকে ২ জনের লাশ উদ্ধার যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে নিহত ৪

সকল