২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

লর্ডসে জয়ের সুবাস পাচ্ছে পাকিস্তান

উইকেট নেয়ার পর মোহাম্মাদ আমিরকে সতীর্থদের অভিনন্দন - এএফপি

লন্ডনের লডর্স ক্রিকেট গ্রাউন্ডে স্বাগতিক ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে এরই মধ্যে জয়ের সুবাস পেতে শুরু করেছে পাকিস্তান। শনিবার বাংলাদেশ সময় রাত দশটায় এই রিপোর্ট লেখার সময় লর্ডসে তৃতীয় দিনের তৃতীয় সেশনের খেলা চলছে। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান করেছে স্বাগতিকরা। ইনিংস পরাজয় এড়াতে আরো করতে হয় ২৩ রান।

১৭৯ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই পাকিস্তানি পেসারদের তোপের মুখে পড়ে ইংলিশ ব্যাটিং লাইন। এক রানে প্রথম উইকেট হারানো দলটি আর ঘুড়ে দাড়াতে পারেনি। মিডল অর্ডারে অধিনায়ক জো রুট কিছুটা প্রতিরোধ গড়েছেন। তবে ৬৮ রানে রুট মোহাম্মাদ আব্বাসের বলে ফিরে যাওয়ার পর এক পর্যায়ে ইনিংস পরাজয় হতে পারে বলেও মনে হয়েছে। তবে সপ্তম উইকেটে জশ বাটলার ও ডমিনিক বেসের জুটি ইনিংস পরাজয়ের আশঙ্কা দূর করতে সাহায্য করে। এই জুটি এখনো অবিচ্ছিন্ন আছে ৫২ রানে।

পাকিস্তানের পক্ষে পেসার মোহাম্মাদ আমির ও আব্বাস ও লেগ স্পিনার শাদাব খান প্রত্যেকে দুটি করে উইকেট পেয়েছেন। এর আগে ইংল্যান্ডকে প্রথম ইনিংসে ১৮৪ রানে গুড়িয়ে দিয়ে নিজেদের প্রথম ইনিংসে ৩৬৩ রান করে পাকিস্তান।


আরো সংবাদ



premium cement