২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

আইওএস ও অ্যান্ড্রয়েডে আসছে মাইক্রোসফটের ডিফেন্ডার

-

আইওএস ও অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে নিজেদের অ্যান্টিভাইরাস সফটওয়্যার আনার পরিকল্পনা করেছে মাইক্রোসফট। পরিকল্পনাটির ব্যাপারে সম্প্রতি মুখ খুলেছে প্রতিষ্ঠানটি। পরিকল্পনা মোতাবেক অ্যাপলের আইওএস ও গুগলের অ্যান্ড্রয়েড ফোন এবং ডিভাইসে ‘ডিফেন্ডার অ্যাডভান্সড থ্রেট প্রটেকশন’ অ্যান্টিভাইরাসটি নিয়ে আসবে মাইক্রোসফট। বর্তমানে শুধু উইন্ডোজ ও ম্যাকওএস প্ল্যাটফর্মেই রয়েছে সফটওয়্যারটি।
মাইক্রোসফটের তথ্য অনুসারে, প্রতিরোধমূলক সুরা, লঙ্ঘন পরবর্তী শনাক্তকরণ, স্বয়ংক্রিয় তদন্ত এবং প্রতিক্রিয়া জানানোর মতো কাজ করে থাকে সফটওয়্যারটি। মোবাইল ডিভাইসের েেত্র ডিফেন্ডার সফটওয়্যারটি নানাবিধ প্রতিষ্ঠানের কর্মীদের ‘ম্যালওয়্যার ও ফিশিং আক্রমণের’ হাত থেকে বাঁচাতে পারবে। অ্যাপল ও গুগলের অ্যাপ স্টোর যথেষ্ট নিরাপদ হলেও ‘প্ল্যাটফর্মগুলোতে ম্যালওয়্যারের আক্রমণ কিন্তু ঠিকই হয়। তবে, ঠিক কবে নাগাদ সফটওয়্যারটি অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসের জন্য আসতে পারে, তা এখনো পরিষ্কার নয়। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির প্রতিবেদন বলছে, এ বছরের শেষ নাগাদ আসতে পারে এটি।


আরো সংবাদ



premium cement