২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ইনফিনিক্স ব্যান্ড ৫

-


বাজেট সাশ্রয়ী দারুণ সব ফিচারসহ নতুন ফিটনেস ব্যান্ড উন্মোচন করেছে ইনফিনিক্স। মি ব্যান্ড ৩ আইকে টেক্কা দিতে নতুন ইনফিনিক্স ব্যান্ড ৫ উন্মোচন করা হয়েছে। সাশ্রয়ী এ ফিটনেস ব্যান্ডে আছে আইপিএস ডিসপ্লে, ফিটনেস ট্র্যাকিং ও নোটিফিকেশন দেখে নেয়ার সুযোগ। আইপি৬৭ সার্টিফায়েড ইনফিনিক্স ব্যান্ড ৫ পানিতে ভিজলেও নষ্ট হবে না। ইনফিনিক্সের এ ফিটনেস ট্র্যাকারে রয়েছে ২৪/৭ হার্ট রেট সেন্সর। নির্মাতা প্রতিষ্ঠানটির দাবি, একবার ফুল চার্জে ২০ দিন চলবে এ ফিটনেস ব্যান্ড। ভারতে ইনফিনিক্স ব্যান্ড ৫-এর দাম এক হাজার ৭৯৯ টাকা। দেশটিতে ৩ ডিসেম্বর থেকে ডিভাইসটির বিক্রি শুরু হবে। কালো, নীল ও লাল তিন রঙে পাওয়া যাবে এ ফিটনেস ট্র্যাকার। ইনফিনিক্স ব্যান্ড ৫-এ রয়েছে দশমিক ৯৬ ইঞ্চি আইপিএস কালার ডিসপ্লে। এর ডিসপ্লেতে ফিটনেস অ্যাক্টিভিটি ও স্মার্টফোনের নোটিফিকেশন দেখা যাবে। ২৪ ঘণ্টা ব্যবহারকারীর হার্ট রেট পর্যবেক্ষণ করবে ডিভাইসটি। হার্ট রেটে অসঙ্গতি দেখা দিলে ফিটনেস ব্যান্ডে ভাইব্রেশন হবে। স্টেপ কাউন্ট, ক্যালোরি মিটারসহ বিভিন্ন ফিটনেস অ্যাক্টিভিটি ট্র্যাক করতে পারবে এ ডিভাইস।


আরো সংবাদ



premium cement