২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

মোবাইলে আসছে লিগ অব লিজেন্ডস গেমস

-

মোবাইলে খেলার সুবিধা থাকবে লিগ অব লিজেন্ডসের নতুন সংস্করণে। গেমটির ডেভেলপার কোম্পানি রায়ট গেমস নতুন সংস্করণটির নাম দিয়েছে লিগ অব লিজেন্ডস : ওয়াইল্ড রিফ্ট। অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীরা মোবাইলে গেমটি খেলতে পারবেন ২০২০ সালে। আগামী বছর রায়ট গেমসের ১০ বছর পূর্তি উপলক্ষে মোবাইলে গেমটি আনা হবে। গেমটি ফ্রি ডাউনলোড করা যাবে। চলতি বছরের শেষে চীনে মোবাইল গেমটির আলফা ও বেটা সংস্করণ চালু হবে। আর আগামী বছর গেমটি উন্মুক্ত করা হবে। গেমটি খেলতে চাইলে গুগল প্লে-স্টোরে ও লিগ অব লিজেন্ডসের অফিশিয়াল ওয়েবসাইটে প্রি-রেজিস্ট্রেশন করা যাবে। লিগ অব লিজেন্ডস মূলত একটি টিম গেম। প্রতি টিমে সদস্য থাকে পাঁচজন, যারা পাঁচটি ভিন্ন ভিন্ন চরিত্র হয়ে খেলে। প্রতিটি চরিত্রকে বলা হয় চ্যাম্পিয়ন। একেক চ্যাম্পিয়নের ক্ষমতা থাকে একেক রকম। লিগ অব লিজেন্ডসের প্রতিটি ম্যাচ শেষ করতে সময় লাগে ২০ থেকে ৬০ মিনিট।


আরো সংবাদ



premium cement