২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ডার্ক মোড ফিচার আনছে মাইক্রোসফট

-

মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, ওয়াননোট ও পাওয়ার পয়েন্টের আইওএস অ্যাপে যুক্ত হচ্ছে ডার্ক মোড ফিচার। এমএস অফিস ইনসাইডারের টুইটার পেজ থেকে এ ঘোষণা দিয়েছে। সেখানে লেখা হয়, আইওএস ১৩ -তে এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ও ওয়াননোটে আমরা ডার্ক মোড সাপোর্ট যুক্ত করেছি। চোখের আরামের জন্য ডার্ক মোড ব্যবহার করুন। মনোযোগ দিয়ে কাজ করার ক্ষেত্রেও এটি আপনার কাজে আসবে। এছাড়া মাইক্রোসফট অফিসের প্রোডাক্ট ম্যানেজার আকাশ বকশিও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী সপ্তাহ থেকেই ব্যবহারকারীরা ডার্ক মোড ফিচারটির আপডেট পেতে শুরু করবেন। ডার্ক মোড যুক্ত হলে মাইক্রোসফটের অ্যাপগুলোতে কালো রঙের ব্যাকগ্রাউন্ডের বিপরীতে সাদা রঙের ফন্ট দেখা যাবে। ডার্ক মোডের ব্যাকগ্রাউন্ড চাইলে আইওএস ১৩ ব্যবহারকারীদের সিস্টেম অ্যাপিয়ারেন্স সেটিংসে গিয়ে লাইট টু ডার্ক অপশনটি বেছে নিতে হবে। মাইক্রোসফট ৩৬৫ অ্যাপলাইন আপের প্রত্যেকটিতেই ডার্ক মোড যুক্ত করবে মাইক্রোসফট।


আরো সংবাদ



premium cement