২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

হুয়াওয়ের পপআপ ক্যামেরা ফোন

-

দেশের বাজারে সর্বশেষ প্রযুক্তির অটো পপআপ ক্যামেরার ফোন ওয়াই নাইন প্রাইম ২০১৯ এনেছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। হাই-পারফরমেন্সের চিপসেট, ইএমইউআই ৯.০ অপারেটিং সিস্টেম, ট্রিপল এআই ক্যামেরা ফিচার, দীর্ঘস্থায়ী ব্যাটারির ফোনটি দেশের বাজারে বিক্রি শুরু করেছে প্রতিষ্ঠানটি। হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপের (বাংলাদেশ) কান্ট্রি ডিরেক্টর কেলভিন ইয়াং বলেন, ‘হুয়াওয়ে সবসময় তাদের গ্রাহকদের সর্বশেষ প্রযুক্তির সেবা দিতে প্রতিজ্ঞাবদ্ধ। এ ধারাবাহিকতায় বাংলাদেশের গ্রাহকদের জন্য অটো পপআপ সেলফি আনা হলো। এতে রয়েছে ৬.৫৯ ইঞ্চিবিশিষ্ট ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ফোনটির ফুল স্ক্রিন ডিসপ্লের ওপরে ব্যবহার করা হয়েছে ছোট বেজেল।’
ওয়াই নাইন প্রাইম ফোনটিতে রয়েছে কিরিন ৭১০ এফ প্রসেসর, ৪ জিবি রথ্যাম, ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। এর পেছনে থাকছে ১৬, ৮ ও ২ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা। ১৬ মেগাপিক্সেলের পপআপ ক্যামেরাটি ব্যবহারকারীদের ফুল ডিসপ্লে সুবিধা দেবে। ফলে যেখানে কোনো নচ বা হোল থাকবে না। পপআপ সেলফি ক্যামেরাটি ১৫ কিলোগ্রাম পর্যন্ত বাহ্যিক চাপ সহ্য করার পাশাপাশি এক লাখবারের চেয়ে বেশি ওঠানামা করবে। এতে আরো রয়েছে চার হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও টাইপ-সি চার্জার। এর দাম ২৩ হাজার ৯৯৯ টাকা।


আরো সংবাদ



premium cement