২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর বিক্রি কমছে

-

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (এসআইএ) প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, চলতি বছরের প্রথমার্ধে বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর বিক্রি কমেছে ১৪ দশমিক ৫ শতাংশ। গত জুন মাসে সেমিকন্ডাক্টর বিক্রি তিন হাজার ২৭০ কোটি ডলারে দাঁড়িয়েছে, যা মে মাসের চেয়ে দশমিক ৯ শতাংশ কম। গত মে মাসে সেমিকন্ডাক্টর বিক্রি তিন হাজার ৩০০ কোটি ডলারে পৌঁছে ছিল। তবে গত জুনে সেমিকন্ডাক্টর বিক্রি এক বছর আগের একই মাসের চেয়ে ১৬ দশমিক ৮ শতাংশ কমে তিন হাজার ৯৩০ কোটি ডলারে দাঁড়িয়েছে।
বিভিন্ন ধরনের ইলেকট্রনিকস ডিভাইসের ব্যবহার দিন দিন বাড়ছে। একই সাথে বাড়ছে ডিভাইসগুলোর জন্য চিপের চাহিদা। এর ফলে সম্প্রসারণ হচ্ছে সেমিকন্ডাক্টর শিল্প বা চিপের বাজার। ক্রমবর্ধমান এ খাতের রাজস্বে টানা তিন বছর উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। কিন্তু চলতি বছরের প্রথমার্ধে খাতটির রাজস্ব হ্রাস সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে এক ধরনের আশঙ্কা সৃষ্টি করেছে।
এসআইএ-সংশ্লিষ্টদের ভাষ্যেÑ বৈশ্বিক সেমিকন্ডাক্টর খাতের রাজস্ব সঙ্কুচিত হওয়ার পেছনে অনেক কারণ রয়েছে। এগুলোর মধ্যে অন্যতম হলোÑ মূল ধারার ইলেকট্রনিকস যন্ত্রাংশের দুর্বল চাহিদা, বিভিন্ন অঞ্চলের মুদ্রার বিপরীতে শক্তিশালী ডলার এবং নতুন উদ্ভাবন কমে আসা। অটোমোটিভ, মোবাইল ফোন ও ক্লাউড অবকাঠামোগত উদ্ভাবনে এক ধরনের স্থিতাবস্থা বিরাজ করছে। যে কারণে চীনসহ গুরুত্বপূর্ণ স্মার্টফোন বাজারগুলোয় বিক্রি কমে গেছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে সেমিকন্ডাক্টর খাতের রাজস্বে।
আগামীতে ক্লাউড অবকাঠামো খাতে বিনিয়োগ, ফাইভজি ডিভাইস ব্যবহার, ওয়াই-ফাই ৬ অ্যাডপশন, অটোমোটিভ সেন্সরস, পাওয়ারট্রেইন প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ট্রেনিং অ্যাকসেলেটর বৈশ্বিক সেমিকন্ডাক্টর খাতের রাজস্ব প্রবৃদ্ধির অন্যতম অনুষঙ্গ হবে বলে মনে করা হচ্ছে।
সাম্প্রতিক এক প্রতিবেদনে গার্টনার জানিয়েছে, চলতি বছরের প্রথমার্ধে এক বছর আগের একই সময়ের চেয়ে বৈশ্বিক বাজারে স্মার্টফোন সরবরাহ উল্লেখযোগ্য কমেছে। এ ছাড়া চলতি বছর বিশ্বজুড়ে স্মার্টফোন বিক্রি ২ দশমিক ৫ শতাংশ কমার পূর্বাভাস দেয়া হয়েছে, যা বাজারটির মন্দা কটিয়ে ওঠার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে এবং বার্ষিক স্মার্টফোন বিক্রি কমার হার এটাই সর্বোচ্চ হবে।


আরো সংবাদ



premium cement
তীব্র তাপদাহে পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ বিএনপির ৬ জেলায় বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ, সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা মাতামুহুরিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ২ আপিল বিভাগে ৩ বিচারপতি নিয়োগ ফেনীতে ইসতিসকার নামাজে মুসল্লির ঢল গাজা যুদ্ধের মধ্যেই ১০০ শতাংশ ছাড়িয়েছে ইসরাইলের সামরিক ব্যয় মন্ত্রী-এমপি’র স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা : কাদের গ্যাটকো মামলা : খালেদা জিয়ার বিরুদ্ধে শুনানি ২৫ জুন বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১ গলাচিপায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে ৩টি সংগঠনের নেতৃত্বে মানববন্ধন থাইল্যান্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা

সকল