২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

নতুন আইফোনে থাকবে স্যামসাংয়ের ডিসপ্লে

-

স্যামসাং এস১০ এবং নোট ১০ ডিভাইসে যে ডিসপ্লে প্যানেল ব্যবহার করা হয়েছে একই ম্যাটেরিয়াল ব্যবহার হয়েছে আইফোন ১১ ডিভাইসে। দক্ষিণ কোরিয়ার একটি প্রতিষ্ঠান জানিয়েছে, আইফোন ১১ ডিভাইসে যে ওএলইডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, একই ম্যাটেরিয়ালে তৈরি করা হয়েছে স্যামসাংয়ের ওই দুটি ফ্ল্যাগশিপ ডিভাইস। এর আগে আইফোন টেন এবং আইফোন টেন এসে যে ম্যাটেরিয়াল ব্যবহার করেছিল সেটি আর নতুন আইফোনে ব্যবহার করছে না। নতুন যে আইফোন আসবে তার ডিসপ্লের যে পারফরমেন্স সেটি হবে স্যামসাংয়ের এস১০ এবং নোট ১০ এর কাছাকাছি। ওএলইডি ব্যবহারের বিষয়টি অনেকটা নিশ্চিত হলেও আর কী কী থাকছে আইফোন ১১-তে সেটি এখনো জানা যাচ্ছে না। ইতোমধ্যে অবশ্য আইফোন উন্মোচনের তারিখ ফাঁস হয়েছে। ধারণা করা হচ্ছে, আগামী সেপ্টেম্বরের ১০ তারিখ আইওএস ১৩ বেটা উন্মোচনের দিনই একই সাথে অ্যাপল তাদের কাক্সিক্ষত আইফোন ১১ ঘোষণা দিতে পারে। অ্যাপল ভক্তদের জন্য আশার খবর হলো নতুন আইফোন তিনটি মডেলে আসতে পারে।

 


আরো সংবাদ



premium cement