২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

আসছে নকিয়া ৯ পিওরভিউ  

-

ফিনল্যান্ডভিত্তিক এইচএমডি গ্লোবাল চলতি বছরের শুরুর দিকে বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি-২০১৯) নকিয়া ৯ পিওরভিউ স্মার্টফোনের ঘোষণা দিয়েছিল। বেশ দেরিতে হলেও ডিভাইসটি আনতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এক টিজার ভিডিওতে এমনটাই ইঙ্গিত দিয়েছে নকিয়া ব্র্যান্ডের হ্যান্ডসেট নির্মাতা এইচএমডি গ্লোবাল। নকিয়া ৯ পিওরভিউ স্মার্টফোনের ক্যামেরা সিস্টেম ‘লাইট’ নামের একটি প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে উন্নয়ন করা হয়েছে। এতে ১৪৪০-২৯৬০ পিক্সেল রেজুলুশনের ৫ দশমিক ৯৯ ইঞ্চির কোয়াড এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিভাইসটির ডিসপ্লে রেশিও ১৮.৫:৯। ৬ গিগাবাইট র্যামের ডিভাইসটিতে ১২৮ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা মিলবে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে। এর ৩৩২০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দীর্ঘ সময় পাওয়ার ব্যাকআপের নিশ্চয়তা দেবে।
নকিয়া ৯ পিওরভিউ স্মার্টফোনের বিশেষত্ব হলো ৫ রিয়ার ক্যামেরা। এর রিয়ার ক্যামেরায় ১২ মেগাপিক্সেলের তিনটি মনোক্রোম সেন্সর এবং দুটি আরজিবি সেন্সর আছে। এ ছাড়া ডিভাইসটিতে ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রাখা হয়েছে। অ্যান্ড্রয়েড ৯ পাইচালিত ডিভাইসটি পরবর্তী প্রজন্মের প্রো ক্যামেরা ইউজার ইন্টারফেজসহ সরবরাহ করা হবে।


আরো সংবাদ



premium cement