২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

স্যামসাংয়ের ফোল্ডেবল স্মার্টফোন গ্যালাক্সি এফ

-

চলতি বছর প্রযুক্তিপ্রেমীরা যে ডিভাইসটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তা হলো ফোল্ডেবল স্মার্টফোন। গত নভেম্বরে স্যামসাং ফোল্ডেবল স্মার্টফোনের প্রোটোটাইপ প্রদর্শন করেছে। কিন্তু তা কবে বাজারে আসবে, সে বিষয়ে স্যামসাং কখনই স্পষ্ট করে কিছু জানায়নি। ধারণা করা হচ্ছে, আগামী ২০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় অনুষ্ঠেয় স্যামসাং ইলেকট্রনিকসের ‘গ্যালাক্সি আনপ্যাকড’ মেগা ইভেন্টে গ্যালাক্সি এফ উন্মোচন করা হতে পারে।
ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসের (ডব্লিউএমসি) আগেই কোম্পানিটি নিজেদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোনটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করতে পারে স্যামসাং। আগামী মাসের ২০ তারিখে গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টের পরেই স্পেনের বার্সেলোনায় ডব্লিউএমসি অনুষ্ঠিত হবে ২৫-২৮ ফেব্রুয়ারি। স্যামসাংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে গ্যালাক্সি এফ উন্মোচনের দিনক্ষণ সুনির্দিষ্টভাবে উল্লেখ করা না হলেও এতে গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টের প্রচারণায় ব্যবহৃত দু’টি ব্যানারের কথা বলা হয়েছে। প্যারিসের প্লেস দে লা কনকর্ডে স্থাপিত ব্যানার দু’টিতে কোরীয় বর্ণমালা ‘হানগুল’-এ লেখা একটি শব্দবন্ধন উদ্ধৃত হয়েছে, যার ইংরেজি অর্থ ‘আনফোল্ডিং দ্য ফিউচার’। বিশ্লেষকেরা বলছেন, ‘আনফোল্ডিং দ্য ফিউচার’ শব্দটির মাধ্যমে অনেকটাই পরিষ্কার যে, গ্রাহকেরা আগামী ২০ ফেব্রুয়ারি গ্যালাক্সি এফ স্মার্টফোনটি হাতে পাচ্ছেন। স আহমেদ ইফতেখার

 


আরো সংবাদ



premium cement