২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

আইসিটিইএবি’র সভাপতি এলাহান, মহাসচিব মোয়াজ্জেম

-

আইসিটি অ্যামপ্লয়ি অ্যাশোসিয়েশন অব বাংলাদেশ (আইসিটিইএবি)-এর ৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। আইসিটিইএবি’র ৯ সদস্যবিশিষ্ট কমিটির মধ্যে সভাপতি ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন, মহাসচিব এসএম মোয়াজ্জেম। এ ছাড়াও বাকি সদস্য মোস্তাফিজুর রহমান সোহাগ, সহসভাপতি (অ্যাডমিন); মো: আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি (ফিন্যান্স); সজল আহমেদ, সহসভাপতি (অ্যাকাডেমিক); তানভীর আহমেদ, যুগ্ম সচিব (অ্যাডমিন); আশফাকুর রহমান, যুগ্ম সচিব (ফিন্যান্স); ইঞ্জিনিয়ার ওসমান গনি, যুগ্ম সচিব (অ্যাকাডেমিক); জিয়াউর রহমান (কোষাধ্যক্ষ)। এ সময় বক্তব্যে সভাপতি ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন বলেন, ‘আইসিটিইএবি সরকারের সহযোগিতায় প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করবে এবং আইসিটি কর্মচারীদের সব সুযোগ-সুবিধা আদায়ের লক্ষ্যে কাজ করবে।’ এ সময় বক্তব্যে মহাসচিব এসএম মোয়াজ্জেম হোসেন বলেন, ‘বেসরকারি আইসিটি কর্মচারীদের সর্বনি¤œ বেতন ডিপ্লেমা ইঞ্জিনিয়ারদের সরকারি দশম গ্রেডের সমান ১৬ হাজার টাকা এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের সরকারি নবম গ্রেডের সমান ২২ হাজার টাকা করার জন্য দাবি তুলে ধরা হবে’।

 


আরো সংবাদ



premium cement