২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ভারতে ফোন উৎপাদন করবে হুয়াওয়ে

-

বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহৎ স্মার্টফোন সরবরাহকারী হুয়াওয়ে। মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপলকে টপকে এ অবস্থানে উঠে এসেছে চীনা ব্র্যান্ডটি। স্মার্টফোনের দ্বিতীয় বৃহৎ বাজার ভারত। তবে দেশটিতে ডিভাইস বিক্রিতে পিছিয়ে রয়েছে হুয়াওয়ে। এ কারণে দেশটির বাজার দখল বাড়াতে উদ্যোগ নিয়েছে চীনা ব্র্যান্ডটি। হুয়াওয়ে টেকনোলজিস আগামী বছর থেকে ভারতে মোবাইল ফোন উৎপাদন শুরুর পরিকল্পনা করছে। দেশটির স্মার্টফোন বাজারে দখল বাড়াতে হুয়াওয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে।
হুয়াওয়ে কনজিউমার বিজনেস গ্রুপের গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট জিম সু জানিয়েছেন, স্মার্টফোন ও ইলেকট্রনিকস ডিভাইস নির্মাতাদের কাছে ভারত খুবই আকর্ষণীয় বাজার। এ কারণে তারা ভারতে মিড ও প্রিমিয়াম রেঞ্জের ডিভাইস তৈরিতে গুরুত্ব দিচ্ছে, যাতে দেশটির স্মার্টফোন বাজারে দখল বাড়াতে পারে। হুয়াওয়ের সাব-ব্র্যান্ড অনারের গ্লোবাল প্রেসিডেন্ট জর্জ ঝাও বলেন, অনার ব্র্যান্ডের জন্য ভারত গুরুত্বপূর্ণ বাজার। ৯ মাসে দেশটির বাজারে তারা ৪০০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। চলতি বছর শেষে এ প্রবৃদ্ধি ৫০০ শতাংশে পৌঁছানোর প্রত্যাশা করা হচ্ছে। এ সফলতা তাদের নতুন কৌশল গ্রহণে উৎসাহিত করছে। ২০২১ সালের মধ্যেই তারা ভারতের এক নম্বর স্মার্টফোন বিক্রেতা হতে চায়।
ভারতের বাজারে বিক্রির জন্য হুয়াওয়ে প্রতি বছর সীমিতসংখ্যক ফোন আমদানি করে। ভারত সম্প্রতি আমদানিকৃত ইলেকট্রনিক ডিভাইসে ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে। এতে আমদানিকৃত মোবাইল ফোনের দাম বাড়বে। এ কারণে ভারতের কারখানায় ফোন উৎপাদনের উদ্যোগ নিয়েছে হুয়াওয়ে।
জিম সু জানান, ভারতে স্থানীয়ভাবে তারা হ্যান্ডসেট উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছেন। উৎপাদন অংশীদার ফ্লেক্সের মাধ্যমে এসব ডিভাইস তৈরি করা হবে। প্রসঙ্গত, ভারতের চেন্নাইয়ে ফ্লেক্সের একটি উৎপাদন কারখানা রয়েছে। ফ্লেক্স ছাড়াও তাইওয়ানের চুক্তিভিত্তিক ইলেকট্রনিকস পণ্য প্রস্তুতকারক ফক্সকনের সাথেও জোট বেঁধেছে হুয়াওয়ে। ভারতে স্মার্টফোন সরবরাহ বাড়াতে ফক্সকনের কারখানায়ও ফোন উৎপাদন করতে আগ্রহ দেখাচ্ছে হুয়াওয়ে।
হুয়াওয়ে ছাড়াও চীনভিত্তিক শাওমি, ভিভো, অপো ও ওয়ানপ্লাস এরই মধ্যে ভারতের কারখানায় তাদের হ্যান্ডসেট উৎপাদন শুরু করেছে। এসব ব্র্যান্ডের কোনো কোনোটি নিজেরাই ডিভাইস উৎপাদন করছে, আবার অনেকে চুক্তিভিত্তিক ইলেকট্রনিকস পণ্য প্রস্তুতকারকদের কাছ থেকে ডিভাইস সংগ্রহ করছে। স আহমেদ ইফতেখার


আরো সংবাদ



premium cement