২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

জিপি হাউজে চলছে আইওটি বুটক্যাম্প

-

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গ্রামীণফোন অফিসে (জিপি হাউজ) অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশে ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) আয়োজিত আইওটি বুটক্যাম্প। গতকাল থেকে শুরু হওয়ায় বুটক্যাম্প আজ শেষ হবে। আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। এর আগে ঢাকার সেন্টার উইমেন্স ইউনিভার্সিটি, দিনাজপুর ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, দিনাজপুর সারদেশ্বরী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, চট্টগ্রামের ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি, প্রিমিয়ার ইউনিভার্সিটি, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সিলেটের মেন্ট্রোপলিটন ইউনিভার্সিটি এবং লিডিং ইউনিভার্সিটিতে দিনব্যাপী বেসিক আইওটি (ইন্টারনেট অব থিঙ্কস) কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কর্মশালাগুলোতে চার শতাধিক শিার্থীকে আরডুইনো, রাস্পবেরি পাই ও আইওটি নিয়ে হাতে কলমে কাজ শেখানো হয়। কর্মশালা থেকে বাছাইকৃত সেরা ৪৫ জন অংশগ্রহণকারীকে এই বুটক্যাম্পে আমন্ত্রণ জানানো হয়েছে। ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের পৃষ্ঠপোষকতায় এই আয়োজনে সহযোগিতা করছে নাগরিক টিভি, আম্বার আইটি, রেড আম্বার, আইওটি ফর বাংলাদেশ এবং বিজ্ঞান চিন্তা। আইওটি বুটক্যাম্পে ইনহাউজ পার্টনার হিসেবে রয়েছে গ্রামীণফোন।

 


আরো সংবাদ



premium cement