২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

গুগল ট্রান্সলেটের ক্যামেরা মোডে চালু হলো বাংলা

-


সম্প্রতি ট্রান্সলেট অ্যাপের হালনাগাদ সংস্করণ এনেছে সার্চ জায়ান্ট গুগল। এর মাধ্যমে ভিজ্যুয়ালি নতুন ১৩টি ভাষা অনুবাদের সুবিধা যুক্ত করা হয়েছে। এগুলো হলোÑ বাংলা, পাঞ্জাবি, আরবি, হিন্দি, গুজরাটি, মালয়ালাম, মারাঠি, নেপালি, তামিল, তেলেগু ও ভিয়েতনামি। ভিজ্যুয়াল ট্রান্সলেটিংয়ের সুবিধা পেতে আইওএস ও অ্যান্ড্রয়েড চালিত ডিভাইস থেকে গুগল ট্রান্সলেট অ্যাপের ক্যামেরা মোডে যেতে হবে। এরপর যে টেক্সট অনুবাদ করতে চান, তার ছবি তুলতে হবে। গুগল এর আগে ট্রান্সলেট অ্যাপের আইওএস সংস্করণে রিজিওনাল স্পিচ ইনপুট ও ইংরেজি, বাংলা, ফ্রেঞ্চ ও স্প্যানিশ আউটপুট সমর্থন হালনাগাদের ঘোষণা দিয়েছিল। এবার অ্যান্ড্রয়েড সংস্করণেও একই সুবিধা আনা হলো। গুগল ক্যামেরা মোডের এ অনুবাদ সুবিধা পেতে যে ভাষায় অনুবাদ করতে চান, তা নির্বাচন করতে হবে। ট্রান্সলেট অ্যাপের টেক্সট বক্সের নিচে ক্যামেরা আইকন দিয়ে টেক্সটের ছবি তুলতে হবে। গুগলের মেশিন লার্নিং অ্যালগরিদম ওই টেক্স বিশ্লেষণ করবে এবং নির্বাচন করে দেয়া ভাষায় অনুবাদ করে দেখাবে। ২০১৫ সালে ট্রান্সলেট অ্যাপে কয়েকটি নতুন ভাষার ভিজ্যুয়াল ট্রান্সলেটিং সুবিধাযুক্ত করেছিল গুগল। বর্তমানে প্রতিষ্ঠানটির এ অ্যাপে প্রায় ৫০টি ভাষার সমর্থন আনা হয়েছে। চলতি মাসের শুরুর দিকে টেক্সট থেকে অনুবাদ করে শোনার সুবিধা চালু করেছিল গুগল।
চলতি সপ্তাহ থেকেই গুগল ট্রান্সলেটে রিয়েল টাইম বাংলা অনুবাদের সুবিধা মিলবে।

 


আরো সংবাদ



premium cement