১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

হ্যালিও এস৬০ আনল সিম্ফনি

-

হ্যালিও সিরিজের নতুন মডেল উন্মোচন করেছে সিম্ফনি। হ্যালিও এস৬০ নামের এ স্মার্টফোনের বিশেষ ফিচার হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি এবং ফুলভিউ নচ ডিসপ্লে। গত মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে নতুন ডিভাইসটি উন্মোচন করেন এডিসন গ্রুপের চেয়ারম্যান আমিনুর রশীদ। এ সময় এডিসন গ্রুপের জ্যেষ্ঠ পরিচালক মাকসুদুর রহমান এবং অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমিনুর রশীদ জানান, দেশের স্মার্টফোন ব্যবহারকারীদের চাহিদার কথা মাথায় রেখে নতুন ডিভাইসটি আনা হয়েছে। অধিক কর্মম এবং অভিনব ফিচারের সমন্বয়ে তৈরি এ হ্যান্ডসেট স্মার্টফোনপ্রেমীদের দৈনন্দিন চাহিদা পূরণ করবে। সমসাময়িক অন্যান্য ব্র্যান্ডের স্মার্টফোনের তুলনায় হ্যালিও এস৬০-এ যুক্ত করা হয়েছে উন্নত ক্যামেরা, দৃষ্টিনন্দন নকশা ও উচ্চ কর্মমতার হার্ডওয়্যার। অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও চালিত নতুন ডিভাইসটিতে ৬ দশমিক ২ ইঞ্চির আইপিএস নচ ডিসপ্লে প্যানেল ব্যবহার করা হয়েছে। এর ডিসপ্লে রেশিও ১৯:৯। ডিসপ্লে সুরায় রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৩। ৪ গিগাবাইট র‌্যামের ডিভাইসটিতে ৬৪ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরণের সুবিধা মিলবে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ২৫৬ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। হ্যালিও এস৬০ ডিভাইসে ১৬ ও ৫ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেন্সর এবং ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। বিশেষ ক্যামেরা ফিচারের মধ্যে আছে বোকেহ মোড, নাইট মোড, ফেস বিউটি, প্যানারোমা, প্রো মোড, অটো সিন, গ্রুপ সেলফি, টাইম লেপস এবং ফ্রন্ট মিরর। এতে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ডিভাইসটির ইন্টেলিজেন্ট পাওয়ার সেভিং মোড ব্যাটারি কার্যমতা বাড়িয়ে দেবে। ডিভাইসটির দাম ২৫ হাজার ৯৯০ টাকা।


আরো সংবাদ



premium cement
রাঙ্গামাটিতে বজ্রপাতে কিশোরীর মৃত্যু জামালপুরে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অটোরিকশা চুরির মামলা কেএনএফ সদস্যদের আদালতে উপস্থাপন, ৫২ জনের রিমান্ড মঞ্জুর ৬ জেলায় বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ রাখাইনে তুমুল যুদ্ধ, মর্টার শেলের শব্দে প্রকম্পিত সীমান্ত এলাকা হামলার ব্যাপারে ইসরাইল নিজেই সিদ্ধান্ত নেবে : নেতানিয়াহু ইরানের ওপর চাপ বাড়াচ্ছে পাশ্চাত্যের দেশগুলো সিদ্ধিরগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাসহ ৮০ লাখ টাকার মালামাল লুট প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন স্থায়ী যুদ্ধবিরতি না হওয়ায় গাজায় মানবিক প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ : রাশিয়া

সকল