২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

হ্যাকিংয়ের ঝুঁকিতে গ্যালাক্সি এস৭  

-

অস্ট্রিয়ার গ্র্যাজ টেকনিক্যাল ইউনিভার্সিটির এক দল গবেষক জানিয়েছেন, স্যামসাং গ্যালাক্সি এস৭ স্মার্টফোনে ব্যবহৃত মাইক্রোচিপে নিরাপত্তা ত্রুটি রয়েছে। যে কারণে গ্যালাক্সি সিরিজের এ মডেলটির সব ফোন সাইবার আক্রমণের ঝুঁকিতে রয়েছে। চলতি বছরের শুরুর দিকে ইন্টেলসহ কয়েকটি কোম্পানির তৈরি প্রসেসিং চিপে মেল্টডাউন ও স্পেকট্রা নামের নিরাপত্তা ত্রুটি শনাক্তের তথ্য প্রকাশ পায়। গবেষকদের মতে, বিশ্বের বিপুলসংখ্যক পার্সোনাল কম্পিউটার (পিসি), স্মার্টফোন ও অন্যান্য কম্পিউটিং ডিভাইস এতে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে স্যামসাংয়ের স্মার্টফোনগুলো এ ধরনের ঝুঁকিতে নেই বলে ধারণা করা হয়েছিল। গবেষকেরা জানিয়েছেন, তারা গ্যালাক্সি এস৭ স্মার্টফোনে মেল্টডাউন নিরাপত্তা ত্রুটি শনাক্ত করেছেন। স্যামসাংয়ের অন্য মডেলের ডিভাইসগুলোয় এমন নিরাপত্তা ত্রুটি রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
স্যামসাং কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, পণ্য ও সেবার ক্ষেত্রে তারা নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেন। গত জানুয়ারি ও জুলাইয়ে গ্যালাক্সি এস৭ হ্যান্ডসেটের জন্য প্যাচ সরবরাহ করা হয়েছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালিটিকসের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী তিন কোটি মানুষ গ্যালাক্সি এস৭ স্মার্টফোন ব্যবহার করছেন। ২০১৬ সালে গ্যালাক্সি সিরিজের এ ডিভাইস উন্মোচন করেছিল স্যামসাং।


আরো সংবাদ



premium cement