২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

এক চার্জে এক সপ্তাহ চলবে গিয়ার এস৩

-

পরিধেয় প্রযুক্তিপণ্যের মধ্যে স্মার্টওয়াচ বেশ সাড়া ফেলেছে। তবে ডিভাইসগুলোর ব্যাটারির চার্জ দ্রুত ফুরিয়ে যাওয়ায়, তা নিয়ে অনেকের মধ্যে অসন্তুষ্টি রয়েছে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্মার্টওয়াচ নির্মাতা অ্যাপল। মার্কিন প্রতিষ্ঠানটির স্মার্টওয়াচেরও ব্যাটারি ব্যাকআপের ক্ষমতা কম। অ্যাপল ওয়াচ সিরিজ ৩ একবার চার্জ দিলে দুই দিন পর্যন্ত চলে। সম্প্রতি স্যামসাং গ্যালাক্সি ওয়াচের ব্যাটারির কার্যক্ষমতা বৃদ্ধি করেছে। এর ফলে প্রতিষ্ঠানটির গিয়ার এস৩ স্মার্টওয়াচ একবার ফুল চার্জ করে নিলে তা সাত দিন পর্যন্ত চলবে। আগে এ স্মার্টওয়াচ একবার ফুল চার্জে টানা তিন দিন ব্যবহার করা যেত।
বিশ্লেষকদের মতে, স্যামসাংয়ের গ্যালাক্সি ওয়াচ সাত দিন ব্যাটারি ব্যাকআপ দিলে গ্রাহক অ্যাপলের স্মার্টওয়াচের চেয়ে স্যামসাংয়ের প্রযুক্তিপণ্যটির দিকে ঝুঁকবে। ব্যাটারির কার্যক্ষমতা ছাড়াও স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৪৬ মিলিমিটার ও ৪২ মিলিমিটার আকারে পাওয়া যাবে, যেখানে অ্যাপল ওয়াচের আকার ৪২ মিলিমিটার ও ৩৮ মিলিমিটার। এ ছাড়া স্যামসাংয়ের পরবর্তী প্রজন্মের স্মার্টওয়াচে এনএফসি থাকবে, যা স্যামসাং প্লে সমর্থন করবে। এ ছাড়া স্মার্টওয়াচ ব্যবহারে নারীদের উৎসাহিত করতে প্রতিষ্ঠানটি ডিভাইসের রঙে পরিবর্তন আনবে। স্যামসাং তাদের পরবর্তী স্মার্টওয়াচগুলোয় গুগলের ওয়্যারওএস ব্যবহারের পরিকল্পনা নিয়েছে। বর্তমানে স্মার্টওয়াচে স্যামসাং সাধারণত তাদের নিজস্ব টাইজেন ওএস ব্যবহার করছে।
স আহমেদ ইফতেখার


আরো সংবাদ



premium cement