১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

নিরাপত্তায় সিমো স্মার্ট ইনডোর ক্যামেরা

-

বাসাবাড়ি কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তার জন্য নতুন স্মার্ট ক্যামেরা নিয়ে দেশের বাজারে হাজির হয়েছে সিমো। বি-ট্র্যাক সলিউশন লিমিটেডের ‘সিমো ইনডোর ক্যামেরা’ নামে ডিভাইসটি ইতোমধ্যে দেশের বাজারে বিক্রি শুরু হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে গ্রাহকদের জন্য মিলছে ১০ শতাংশ মূল্যছাড়। বাজারে প্রচলিত সিসিটিভি ক্যামেরা থেকে ‘সিমো ইনডোর ক্যামেরা’ আরো স্মার্ট ও উন্নত। ক্যামেরাটির সাহায্যে দূর থেকে স্মার্টফোন বা ট্যাবের মাধ্যমে বাড়ি কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানে কে প্রবেশ করেছে ও কী হচ্ছে তা দেখা যায়। চাইলে ভয়েস কমান্ডের মাধ্যমে দূর থেকে কথা বলা যাবে। ফলে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে স্মার্টফোন বা ট্যাবের মাধ্যমে ক্যামেরার সামনে থাকা ব্যক্তির সাথে কথা বলা যাবে। সিমো ইনডোর ক্যামেরায় রয়েছে মোশন সেন্সর, যা ক্যামেরার সামনে কিছু ঘটলে তা ব্যবহারকারীর ফোনে নোটিফিকেশন পাঠিয়ে দেবে। দেশে প্রচলিত সিসিটিভি ক্যামেরায় ভিডিওগুলো মেমোরি কার্ডে সংরক্ষিত থাকে। সিমো স্মার্ট ইনডোর ক্যামেরায়। কেননা এতে রয়েছে অনলাইন ক্লাউড স্টোরেজ সুবিধা।
সিমোর ব্যবসায়িক বিভাগের প্রধান আহমদ সাজিদ বলেন, সিমো স্মার্ট ডিভাইসের মাধ্যমে আপনার বাসা ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা আপনার হাতেই থাকবে। দেশের বাজার ও গ্রাহকদের উপযোগী করে ডিভাইসটি তৈরি করা হয়েছে। সিমো স্মার্ট ইনডোর ক্যামেরার মোবাইল অ্যাপে থানার ফোন নম্বর দেয়া রয়েছে। ব্যবহারকারী যদি দেখে অচেনা কেউ বাড়ি বা অফিসে প্রবেশ করছে তাহলে অ্যাপ থেকেই থানায় ফোনকল করতে পারবেন। ডিভাইসটির মূল্য দুই হাজার ৯০০ টাকা। পণ্যটি কিনতে ও বিস্তারিত জানতে ভিজিট করুন এই ঠিকানায় (www.seemobd.com)।


আরো সংবাদ



premium cement