২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

শুনানিতে যাচ্ছে ফেসবুক গুগল ও টুইটার

-

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বিদেশী হস্তপে ঠেকাতে ফেসবুক, গুগল ও টুইটার কী ধরনের পদপে নেবে বা নিয়েছে সে বিষয়ে প্রযুক্তি কোম্পানিগুলোর নির্বাহীদের তলব করেছে মার্কিন সিনেটর ইন্টেলিজেন্স কমিটি। আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠেয় শুনানিতে প্রযুক্তি কোম্পানিগুলোর জ্যেষ্ঠ নির্বাহীদের হাজির হওয়ার কথা রয়েছে। মার্কিন রাজনীতিতে প্রভাব বিস্তার করতে রাশিয়া এখনো তৎপর রয়েছে বলে ইন্টারনেট গবেষকরা যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন। তাদের মতে, সোস্যাল মিডিয়া ব্যবহার করে মস্কো মার্কিন মধ্যবর্তী নির্বাচনে প্রভাব বিস্তার করতে চায়।
যুক্তরাষ্ট্রের গত প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তেেপর অভিযোগ রয়েছে। বলা হচ্ছে, সোস্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে রাশিয়া মার্কিন নির্বাচনের ফলাফল পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ নিয়ে এখনো তদন্ত চলছে। এ বিষয়ে স্যা দিতে ফেসবুক, গুগল ও টুইটারের নির্বাহীদের মার্কিন সিনেটের শুনানিতে হাজির হতে হয়েছিল।
ইন্টারনেট প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে ভুয়া সংবাদ ছড়ানোর অভিযোগ রয়েছে। তাই ভুয়া সংবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে গুগল, ফেসবুক ও টুইটারের মতো ইন্টারনেট জায়ান্টগুলো বেশ চাপে রয়েছে। অনেক চেষ্টার পরও এ ধরনের সংবাদের বিস্তার ঠেকাতে পারছে না এসব প্রযুক্তিপ্রতিষ্ঠান। তবে ভুয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ফেসবুক ও টুইটার। এ দু’টি সোস্যাল মিডিয়া কোম্পানি এরই মধ্যে বেশ কিছু ভুয়া অ্যাকাউন্ট বন্ধের দাবি করেছে। প্রযুক্তি কোম্পানিগুলো বিজ্ঞাপন প্রদর্শনেও স্বচ্ছতা আনতে কঠোর পদপে নেয়ার ঘোষণা দিয়েছে।


আরো সংবাদ



premium cement