২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

অনুপ্রেরণার উৎস স্টিভ জবস

-

বিশ্বের জনপ্রিয় ডিভাইস নির্মাতাপ্রতিষ্ঠান অ্যাপল সম্প্রতি ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের মাইলফলক স্পর্শ করেছে। বাজারমূল্যে অ্যাপলই প্রথম ব্যক্তি-উদ্যোগে প্রতিষ্ঠিত কোনো প্রতিষ্ঠান, যা বাজারমূল্যের এই ঐতিহাসিক রেকর্ড স্পর্শ করেছে। বাজারমূল্যে ট্রিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করতে একটি প্রতিষ্ঠানের কী থাকা প্রয়োজন কিংবা অ্যাপলের আজকের অবস্থানে উঠে আসার পেছনে কার অনুপ্রেরণা সবচেয়ে বড় ভূমিকা রেখেছে, সে বিষয়ে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক কর্মীদের পাঠানো এক ই-মেইল বার্তায় জানিয়েছেন।
মানুষের সৃজনশীল শক্তি যেকোনো ধরনের বৃহৎ চ্যালেঞ্জ কিংবা সমস্যার সমাধান দিতে পারেÑ এমন দৃঢ়বিশ্বাস থেকে অ্যাপল প্রতিষ্ঠা করেছিলেন স্টিভ জবস। বিশ্বজুড়ে অসংখ্য মানুষ আছেন, যারা পৃথিবীকে বদলাতে চান। স্টিভ জবস তাদেরই একজন। তিনি সব সময় সৃজনশীল উদ্ভাবনের মাধ্যমে পৃথিবীকে বদলাতে চেয়েছেন। সেই তাড়না থেকেই অ্যাপলকে এগিয়ে নিয়েছেন। আমাদের সবার চেষ্টায় অ্যাপলের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে হবে।
১৯৭৬ সালের ১ এপ্রিল স্টিভ জবসের হাত ধরে অ্যাপলের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার ৪০ বছরের বেশি সময় পর অ্যাপল আজকের অবস্থানে উঠে এসেছে। ২০০৭ সালে প্রথম প্রজন্মের আইফোন উন্মোচনের মধ্য দিয়ে অ্যাপলের সাফল্যের ধারাবাহিকতা শুরু। এ দীর্ঘ সময়ে অনেক পরিবর্তন এসেছে। বাজারে এসেছে অ্যাপল ব্র্যান্ডের আকর্ষণীয় বেশ কিছু পণ্য। তবে এ পর্যন্ত অ্যাপলের সবচেয়ে সফল পণ্যগুলোর মধ্যে এগিয়ে রয়েছে আইফোন।
টিম কুক বলেন, আইফোন বৈশ্বিক টেলিযোগাযোগ খাতে বৈপ্লবিক পরিবর্তন আনবে, সে বিষয়ে খুব বেশি আত্মবিশ্বাসী ছিলেন না স্টিভ জবস। আইফোন উন্নয়নে খুব বেশি বিনিয়োগের বিষয়ে তাই সন্দিহান ছিলেন তিনি। স্টিভ জবসের মতো একজন স্মার্ট মানুষের সহায়তা ও সঠিক সিদ্ধান্তের কারণেই আইফোন এখন অ্যাপলের ব্যবসার অন্যতম হাতিয়ার। অ্যাপলের রাজস্বের বেশির ভাগই আসছে আইফোন থেকে।
বৈশ্বিক স্মার্টফোন বাজারে আইফোনের উল্লেখযোগ্য সাফল্য এবং এর পেছনে স্টিভ জবসের নিরন্তর পরিশ্রমের বিষয়ে তিনি বলেন, প্রয়াত স্টিভ জবস ছিলেন অনুপ্রেরণার শক্তিশালী উৎস, ভালো ধারণার একজন দৃঢ় অভিভাবক এবং খারাপ ধারণাগুলোর জোরালো প্রত্যাখ্যানকারী। পাশাপাশি সচেতন উদ্যোক্তা এবং মতাশালী মধ্যস্থতাকারী ছিলেন তিনি। বিস্তৃত প্রতিভাবানদের প্রতি বরাবরই দৃঢ়বিশ্বাসী ছিলেন স্টিভ জবস।
স আহমেদ ইফতেখার


আরো সংবাদ



premium cement