২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

এআই নির্ভর ইনফিনিক্সের নতুন দুই স্মার্টফোন

-

বাংলাদেশের বাজারে দু’টি নতুন মডেলের স্মার্টফোন নিয়ে এসেছে ইনফিনিক্স। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসম্পন্ন এসব হ্যান্ডসেটে আছে সর্বাধুনিক ‘অ্যান্ড্রয়েড ওয়ান’ অপারেটিং সিস্টেম। নতুন এই ডিভাইস দু’টি হচ্ছে ইনফিনিক্স নোট ফাইভ এবং টু প্রো। ৪৫০০ মিলি অ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি আর কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে তৈরি করা হয়েছে নোট ফাইভ। হালকা ও পাতলা গড়নের এ ডিভাইসটিতে আছে ১৮:৯ অনুপাতের ছয় ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ইনফিনিক্স নোট ফাইভে আছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) ক্যামেরা, যা ব্যবহারকারীর পরিবেশ ও পারিপার্শ্বিক অবস্থা বুঝে সে অনুযায়ী প্রকৃতির রঙ ও আলো নিয়ন্ত্রণ করে। এতে আছে ৩ জিবি র্যাম, ৩২ জিবি ফোন মেমোরি। ফোর-জি এলটিই ইন্টারনেট সমর্থনসহ ২.০ অক্টাকোর প্রসেসর এবং হেলিও পি-২৩ চিপসেট যা স্মার্টফোনটিকে দেবে দুর্দান্ত গতি। ফলে ভারী গেম ও অ্যাপ এটিতে ব্যবহার করা যাবে অনায়াসে। নোট ফাইভের দাম ১৪ হাজার ৯৯০ টাকা।
সাড়ে পাঁচ ইঞ্চির ফুল এইচডি প্লাস সম্পন্ন ইনফিনিটি ডিসপ্লের স্মার্ট টু ডিভাইসটিতে আছে ডুয়াল রিয়ার বা ব্যাক ক্যামেরা। ১৩ মেগাপিক্সেল মূল ক্যামেরার পাশাপাশি আছে ২ মেগাপিক্সেলের বিশেষ ক্যামেরা। আর ফ্রন্টে আছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ২ জিবি র্যামের সাথে কোয়াড কোর ১.৫ গিগাহার্জ প্রসেসর আর মিডিয়াটেক ৬৭৩৯ সিরিজের চিপসেট। এতে ডাটা স্টোরেজের জন্য আছে ১৬ জিবি র্যাম। সর্বশেষ ৮.১ ওরিও ভার্সনে অপারেটিং সিস্টেমের এই ডিভাইসটিকে দীর্ঘক্ষণ সচল রাখতে আছে ৩০৫০ মিলি অ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি। স্মার্ট ২-এর দাম আট হাজার ৯৯০ টাকা। ডিভাইস দু’টির সাথে আছে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি। এ ছাড়াও, ডিভাইস কেনার ১০০ দিনের মধ্যে যেকোনো কারণে এর ডিসপ্লে নষ্ট হলে বিনামূল্যে তা পরিবর্তন করে দেয়া হবে। এ ছাড়া থাকছে সাত দিনের ফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি।

 


আরো সংবাদ



premium cement