২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

নির্বাচনের অনিয়মের অভিযোগ যেন ইসিতে না আসে : সিইসি

নির্বাচনের অনিয়মের অভিযোগ যেন ইসিতে না আসে : সিইসি - ছবি : নয়া দিগন্ত

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, নির্বাচনে কোনো অনিয়ম, অভিযোগ, বিচ্যুতির খবর নির্বাচন কমিশন পর্যন্ত যেন না আসে। সেটা যেন মাঠেই সমাধান করা হয়।
বুধবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভায় তিনি এ কথা বলেন।

নূরুল হুদা বলেন, ‘নির্বাচনে কমিশনের ওপর যে দায়িত্বই থাক না কেন, সংশ্লিষ্ট কর্মকর্তা সবাই আইন অনুযায়ী তাদের দায়িত্ব পালন করবেন। আমরা সবাই তাদের সমর্থন দেবো। বাংলাদেশ এবং এশিয়ার প্রেক্ষাপটে প্রচুর পরিশ্রম করতে হয় যারা নির্বাচন পদ্ধতির বাইরে থাকি তাদের। তার মধ্যেই সঠিকভাবে নির্বাচন পরিচালনার জন্য আমাদের নিবেদিত থাকতে হবে।’

তিনি বলেন, ‘আমি চাই না নির্বাচনে কোনও ধরনের অনিয়ম, অভিযোগ, বিচ্যুতি কমিশন পর্যন্ত গড়াক। আমি আশা করবো, আপনারা যারা মাঠপর্যায়ে যারা কাজ করবেন, কোনও অনিয়ম দেখলে তাৎক্ষণিক মোকাবিলা করবেন এবং কর্মকর্তাদের পরামর্শ দেবেন। আমাদের পর্যন্ত যদি আসে অভিযোগ তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ নির্বাচনে যার যে দায়িত্ব সেটা যদি সঠিকভাবে পালন করেন তাহলে কমিশনের কাছে কোনও অভিযোগ আসবে না বলেও মন্তব্য করেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমি বার বার বলি, আপনাদের যার যার অবস্থান থেকে দায়িত্ব ঠিকভাবে পালন করবেন। কোনও বিচ্যুতি যদি থাকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যায়ে সমাধান হবে। জনগণকে ভোট দেওয়ার পরিবেশ আমরা সৃষ্টি করে দিতে পারবো যদি আমরা যার যার অবস্থানে থাকি। আমরা চাই প্রত্যেক ভোটার যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারেন, ভোট দিয়ে নির্বিঘ্নে বাড়ি যেতে পারেন। নির্বাচনে প্রার্থী এবং তার এজেন্ট যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেন।’

এজেন্টকে বাড়ি থেকে নিয়ে এসে ভোটকেন্দ্রে প্রবেশ করানো ইসির দায়িত্ব নয় উল্লেখ করে নূরুল হুদা বলেন, ‘কতগুলো বিষয়ে আমাদের কাছে বার বার অভিযোগ আসে। যেমন, এজেন্ট নিয়ে কথা হয়। এজেন্টদের ভোটকেন্দ্রে যেতে দেওয়া হয় না অথবা বের করে দেয়া হয়। এসব ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। এজেন্টকে বাড়ি থেকে এনে প্রবেশ করানোর দায়িত্ব আমরা নিতে পারি না, আপনারাও নিতে পারেন না, নেওয়ার দরকারও নেই। এজেন্ট যখনই ভোটকেন্দ্রে প্রবেশ করবেন তখন দায়িত্ব আমাদের ওপর। এজেন্ট যাতে ভোটকেন্দ্রে যেতে বাধা না পান, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। ৫৪ লাখ ভোটারের এই নির্বাচনে কোথাও কোথাও ত্রুটি-বিচ্যুতি থাকতে পারে, সেগুলো আপনারা সাথে সাথে মোকাবিলা করে সমাধান করবেন। আপনাদের জানার বাইরে যদি কোনোকিছু ঘটে থাকে তাৎক্ষণিক সেটার ব্যবস্থা নেবেন।’

শেষ খবর পাওয়া পর্যন্ত এ সভা চলছিল। সভায় উপস্থিত আছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, কবিতা খানম, ইসি সচিব মো. আলমগীর, পুলিশের আইজিপি ড. জাবেদ পাটোয়ারী, র্যা বের মহাপরিচালক বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম, আনসারের মহাপরিচালক মেজর জেনারেল শরীফ কায়কোবাদসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা।


আরো সংবাদ



premium cement
বঙ্গবীর কাদের সিদ্দিকীকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে বললেন এমপি জয় পঞ্চপল্লীর ঘটনায় ন্যায়বিচারের স্বার্থে যা দরকার দ্রুততম সময়ের মধ্যে করার নির্দেশ সরকার ভিন্ন মত ও পথের মানুষদের ওপর নিষ্ঠুর দমন-পীড়ন চালাচ্ছে : মির্জা ফখরুল ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু বাকৃবির এক্স রোটারেক্টরর্স ফোরামের বৃত্তি প্রদান অনুষ্ঠিত পাবনায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, হিট স্ট্রোকে মৃত্যু ১ দাগনভুঞায় বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির ঘটনায় আ’লীগ নেতাকে শোকজ দখলে থাকা ৪ গ্রাম আজারবাইজানকে ফিরিয়ে দেবে আর্মেনিয়া স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর আত্মহত্যা! কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যেসব এলাকায় রোববার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

সকল