২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

শনিবার আঘাত হানতে পারে ‘বুলবুল’

-

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। শক্তি সঞ্চয় করে ক্রমশই এটি বঙ্গোপসাগর থেকে উত্তর-পশ্চিম উপকূলের দিকে এগিয়ে আসছে বলে জানা গেছে। শনিবার সেটি বাংলাদেশ উপকূলে আঘাত হানেতে পারে বলে ধারণা করছেন আবাহওয়াবিদরা। আঘাত হানার আগে সেটি দুর্বল হয়ে পড়বে এমন আশাও করা হচ্ছে।

শনিবার মধ্যরাতের পর খুলনা-বরিশাল অঞ্চলের ওপর আঘাত হানতে পারে ‘বুলবুল’। আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়, ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর কারণে সাগর উত্তাল হয়ে উঠেছে। এ জন্য দেশের তিনটি সমুদ্রবন্দর ও কক্সবাজারকে আজ শুক্রবার ভোর ছয়টা থেকে ৪ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত নৌযানগুলোকে সাগরে চলাচল না করে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঘূর্ণিঝড়টি আরও শক্তিশালী হয়ে উত্তর উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আসতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার। এর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা বৃষ্টি হতে পারে।


আরো সংবাদ



premium cement