২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

আজ থেকে তাপমাত্রা আবার বাড়বে

- ছবি : সংগৃহীত

ফণীর প্রভাব শেষ। আবার ফিরে আসছে গরম। গতকাল রোববার দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা বেড়েছে সর্বোচ্চ চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আজ সোমবারও তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। ফলে আজই দেশের কয়েকটি অঞ্চলে শুরু হয়ে যেতে পারে প্রচণ্ড গরম। আজ সিলেট বিভাগ ছাড়া দেশের কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।

আবহাওয়া অফিস জানিয়েছে, সামনের পাঁচ দিন প্রকৃতি ঠাণ্ডা হওয়ার মতো কিছু নেই। ভারী বৃষ্টি না থাকায় অথবা বায়ুপ্রবাহের গতি কমে যাওয়ায় তাপমাত্রা বাড়তেই থাকবে ওপরের দিকে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় মংলায় ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সোমবার দেশের অধিকাংশ স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।

আবহাওয়া অফিস এ মাসেই দুইটি নিম্নচাপের পূর্বাভাস দিয়েছে। এটা থেকে একটি ঝড় হতে পারে।

ঘূর্ণিঝড় ফণী শক্তি হারিয়ে বাংলাদেশে প্রবেশ করে গভীর নিম্নচাপ আকারে। এটা ঘূর্ণিঝড়ের আগের অবস্থা। গভীর নিম্নচাপ অব্যাহত থাকলে সামান্য কিছু বৃষ্টি ও দমকা হাওয়ার সৃষ্টি হয়। বাংলাদেশের খুলনা অঞ্চলের ওপর দিয়ে নিঃশেষিত শক্তি নিয়ে ফণী প্রবেশ করে ফরিদপুর ও ঢাকা অঞ্চল অতিক্রম করে গতকালই।

পরে পাবনা, টাঙ্গাইল ও ময়মনসিংহ অতিক্রম করে আরো উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে চলে যায় ভারতের আসামে। সেখানে গভীর নিম্নচাপ থেকে নিম্নচাপ পরিণত হয়। পরে আরো শক্তি হারিয়ে লঘুচাপে পরিণত হয়ে নিঃশেষ হয়ে যায়।

ভারতের ওড়িষ্যা অতিক্রম করার পরপরই এটা দুর্বল হতে থাকে। পশ্চিমবঙ্গের কলকাতায় আসার আগে তা ঘূর্ণিঝড়ের অবস্থায় ছিল না, দুর্বল হয়ে পড়ে। বাংলাদেশের চার সমুদ্রবন্দরের জন্য সব ধরনের সতর্কতা সঙ্কেত তুলে নেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement
বদরের শিক্ষায় ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন ইসলামের বিজয়ই বদরের মূল চেতনা : ছাত্রশিবির পরিবেশ দূষণে বাংলাদেশে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের মৃত্যু : বিশ্বব্যাংক নোয়াখালীতে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ল’ ইয়ার্স কাউন্সিল কাজ করে যাচ্ছে’ পুকুরে পাওয়া গেল ১০০ ইলিশ অবন্তিকার আত্মহত্যা : জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন আবারো নামঞ্জুর পাথরঘাটায় বদর দিবস পালনে দেড় হাজার মানুষের ইফতারি আদমদীঘিতে ৭২ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের জলবায়ু সহনশীল মৎস্যচাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেয়া হবে : মন্ত্রী

সকল