২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

সকল প্রধান নদীর পানি বিপদসীমার নিচে

সকল প্রধান নদীর পানি বিপদসীমার নিচে - ছবি : বাসস

দেশের সকল প্রধান নদনদীর পানি সমতল বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি, ব্রহ্মপুত্র- যমুনা নদনদী এবং আপার মেঘনা অববাহিকার প্রধান নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে। অন্যদিকে, গঙ্গা- পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে, যা আগামি ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
মঙ্গলবার সকালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নদনদীর পরিস্থিতি ও পূর্বাভাসে একথা জানানো হয়।
এতে বলা হয়, ‘ব্রহ্মপুত্র- যমুনা নদনদীর পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামি ৭২ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আপার মেঘনা অববাহিকার প্রধান নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামি ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।’
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত দেশের পর্যবেক্ষণাধীন ৯৪টি পানি সমতল স্টেশনের মধ্যে ৭০টিতে হ্রাস পেয়েছে, ১৮টিতে পানি সমতল বৃদ্ধি পেয়েছে এবং ৪ টি অপরিবর্তিত রয়েছে। কোনো স্টেশনেই পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে না।
মঙ্গলবার সকাল ৯ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় কমলগঞ্জে ৬২ মি.মি. এবং নোয়াখালীতে ৪৭ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।


আরো সংবাদ



premium cement