২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

মায়ের লাশ বাড়িতে রেখে দাখিল পরীক্ষা দিলো মরিয়ম

-

পরীক্ষার আগে মেয়েকে নিজ হাতে তৈরি করে দেবেন মা। তারপর ভালোবাসা ও দোয়া দিয়ে পরীক্ষার হলে পাঠাবেনÑ এটাই ছিল স্বাভাবিক চিত্র। কিন্তু মরিয়মের ভাগ্যে তা আর হয়নি।
গতকাল শনিবার সকালে ঘুম থেকে ওঠার আগেই ভোররাতে পৃথিবী থেকে চিরকালের জন্য পরপারে চলে গেলেন মা ময়না খাতুন (৪৭)।
সকালে সেই মায়ের লাশ বাড়িতে রেখেই দাখিল পরীক্ষা দিতে আসে টেকনাফ উপজেলার হ্নীলা শাহ মজিদিয়া মাদরাসার দাখিল পরীক্ষার্থী মরিয়ম আক্তার খানু।
মরিয়ম আক্তার খানু কক্সবাজারে টেকনাফ উপজেলার হ্নীলা পশ্চিম সিকদারপাড়ার মৃত হাজী নুরুল ইসলামের মেয়ে। তার দাখিল বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল গতকাল। পরীক্ষা দেয়ার সময় বারবার কান্নায় ভেঙে পড়ে সে। সহপাঠী ও পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ছানা উল্লাহ এবং কেন্দ্র সচিবদের সহযোগিতায় সে পরীক্ষা দেয়। এ ঘটনায় সবাই শোকাভিভূত।


আরো সংবাদ



premium cement