২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

জামিন পেলেন প্রথম আলো সম্পাদক

-

ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাইমুল আবরার রাহাতের অপমৃত্যুর মামলায় বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন করেন দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কায়সারুল ইসলাম শুনানি শেষে দুই হাজার টাকা মুচলেকায় একজন আইনজীবীর জিম্মায় তার জামিন মঞ্জুর করেন।
প্রসঙ্গত উল্লেখ্য যে, গত ১ নভেম্বর মোহাম্মদপুরে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ক্যাম্পাসে প্রথম আলোর ম্যাগাজিন ‘কিশোর আলো’ (কিআ) অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয় আবরার। এরপর মহাখালীর ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গত ৬ নভেম্বর আবরারের মৃত্যুর ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা করেন তার বাবা মুজিবুর রহমান। গত ১৬ জানুয়ারি মতিউর রহমান, আনিসুল হকসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। গত ২০ জানুয়ারি উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিন পান মতিউর রহমান। জামিনের মেয়াদ শেষ হওয়ায় গতকাল মতিউর রহমান আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আদালতে। আদালত শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।

 

 


আরো সংবাদ



premium cement