১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪২৯, ০৮ রমজান ১৪৪৫
`

মেধাবী শিক্ষার্থীদেরকে বুক সোসাইটির বৃত্তি প্রদান

বুক সোসাইটির পক্ষ থেকে দেয়া শিক্ষাবৃত্তির চেক গ্রহণ করছে শিক্ষার্থীরা : নয়া দিগন্ত -

বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি লিমিটেড এবারো মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি দিয়েছে। এ উপলক্ষে সোসাইটির মতিঝিল কার্যালয়ে গতকাল বুধবার সোসাইটির পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এ টি এম ফজলুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি আসাদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেনÑ পরিচালক প্রশাসন ঢাকা এস এম রইসউদ্দিন ও পরিচালক লিগ্যাল অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন। অনুষ্ঠানে সোসাইটির কর্মকর্তা-কর্মচারী ও শেয়ারহোল্ডারদের মেধাবী ছেলেমেয়েদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মানুষের মৌলিক অধিকারের মধ্যে শিক্ষা অন্যতম। বুক সোসাইটি এই মহৎ কাজকে উৎসাহিত করার লক্ষ্যে একটি বাস্তবমুখী ও প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করায় সোসাইটিকে ধন্যবাদ জানাই। তিনি আরো বলেন, বৃত্তিপ্রাপ্ত ছেলেমেয়েদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে আগামীতে দেশ গড়ার নেতৃত্ব দিতে হবে।
সভাপতি বলেন, সোসাইটি এই মহৎ উদ্যোগ নিয়ে শিক্ষাবিস্তারে অনন্য অবদান রাখছে। অনুষ্ঠানে সোসাইটি পরিবারের কর্মকর্তা-কর্মচারী ও পরিবারবর্গ এবং শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement