২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`
মানহানির ২ মামলা

খালেদা জিয়ার জামিনের মেয়াদ ১ বছর বৃদ্ধি

-

মানহানির অভিযোগে ঢাকা ও নড়াইলে দায়ের করা পৃথক দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের মেয়াদ এক বছর বৃদ্ধি করেছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি কাজী মো: ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত ডিভিশন খালেদা জিয়ার পক্ষে আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। সাথে ছিলেন আইনজীবী মাকসুদ উল্লাহ, গোলাম আকতার জাকির, কে আর খান পাঠান, অ্যাডভোকেট সুজা প্রমুখ।
এ বিষয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, হাইকোর্ট এ দুই মামলায় বেগম খালেদা জিয়াকে জামিন দিয়েছিলেন। এ মেয়াদ শেষ হওয়ায় তার পক্ষে আবারও আবেদন করা হয়। যার পরিপ্রেক্ষিতে আদালত ১ বছর করে জামিনের মেয়াদ বাড়ান। এর আগে নড়াইলের মামলায় ২০১৮ সালের ১৩ আগস্ট এবং ঢাকার মামলায় একই বছরের ১৪ আগস্ট খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দেন হাইকোর্ট। এরপর খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ৫ ফেব্রুয়ারি হাইকোর্ট খালেদা জিয়ার জামিনের মেয়াদ এক বছর বৃদ্ধি করেন।
২০১৫ সালের ২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে একই বছরের ২৪ ডিসেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইলে মানহানির মামলা করা হয়। স্থানীয় আওয়ামী লীগ নেতা রায়হান ফারুকী ইমাম বাদি হয়ে মামলাটি করেন। অন্যদিকে ২০১৬ সালের ৫ জানুয়ারি জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী ঢাকায় মামলাটি করেন।

 


আরো সংবাদ



premium cement