২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

নতুন লোগো উন্মোচন ও রি-ব্র্যান্ডিং কার্যক্রমের উদ্বোধন এআইবিএলের

-

২৫ বছরে পদার্পণ উপলক্ষে নতুন লোগো উন্মোচন ও রি-ব্র্যান্ডিং কার্যক্রমের উদ্বোধন করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড (এআইবিএল)। গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব লোগো উন্মোচন করেন ব্যাংকের চেয়ারম্যান আলহাজ আব্দুস সামাদ লাবু। ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এ সময় উপস্থিত ছিলেন পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আব্দুস সালাম, আলহাজ হাফেজ মো: এনায়েত উল্যা, আলহাজ মো: লিয়াকত আলী চৌধুরী, মো: আমির উদ্দিন পিপিএম, আলহাজ নাজমুল আহসান খালেদ, আলহাজ আব্দুল মালেক মোল্লা, আলহাজ মো: হারুন-অর-রশীদ খান, আলহাজ মো: আনোয়ার হোসেন, বদিউর রহমান, আলহাজ ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ্ উদ্দিন আহমেদ, আলহাজ আহামেদুল হক, আলহাজ আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া, আলহাজ নিয়াজ আহমেদ, আনোয়ার হোসেন, খালিদ রহিম এবং এম কামালউদ্দিন চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপব্যবস্থাপনা পরিচালক মো: ফজলুল করিম, এস এম জাফর, মোহাম্মদ জুবায়ের ওয়াফা, শাব্বির আহমেদ, মো: শফিকুর রহমানসহ ব্যাংকের শীর্ষ নির্বাহীগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান আলহাজ আব্দুস সামাদ লাবু বলেন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সফলভাবে ২৫ বছর অতিক্রমের মধ্য দিয়ে ২০২০ সালে রজতজয়ন্তী উপলক্ষে রি-ব্রান্ডিং করছে। একটি প্রতিষ্ঠিত ব্যাংকের রিব্র্যান্ডিং কোনো সহজ কাজ নয়। যুগ-যুগ ধরে যে আস্থা আর নির্ভরতার ভিত্তিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড জনমানুষের প্রিয় ব্যাংকে পরিণত হয়েছে, সেই আস্থা এবং বিশ্বাসকে কোনোভাবেই আঘাত না করে, প্রতিষ্ঠাকালীন অনুভূতিকে সুউচ্চ রেখে পরিকল্পনা করতে হয়েছে নতুন যুগের আলোকে। এ ব্যাংক যখন প্রতিষ্ঠিত হয়েছিল, সেই সময়ের পরিপ্রেক্ষিতে আমরা অবশ্যই আধুনিক ছিলাম। কিন্তু সময়ের সাথে সাথে পারিপার্শ্বিকতা পাল্টেছে। পাল্টে গেছে আমাদের কর্মক্ষেত্রের ধরন। পরিবর্তনের হাওয়ায় এখন হাতের মুঠোয় চলে এসেছে ব্যাংকিং। শাখায় না গিয়েও অর্থের লেনদেন এখন দৈনন্দিন ব্যাপার। ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়; সত্যিকারের এক জীবনধারার নাম।
তিনি বলেন, ইসলাম মানেই আধুনিকতা, ইসলাম মানেই সার্বজনীনতা- এই বার্তাটিই আমরা আমাদের ব্র্যান্ডিংয়ের নতুন ধারার মাধ্যমে সবার কাছে পৌঁছে দিতে চাই। ভবিষ্যৎপ্রজন্মের কাছে ইসলামী ব্যাংকিংকে আরো আকর্ষণীয় করে তুলতে আমরা সবসময়ই কাজ করে যাচ্ছি। নতুন লোগো উন্মোচন ও রি-ব্র্যান্ডিং কার্যক্রমের এই শুভ দিনে আমাদের লক্ষ-কোটি গ্রাহক-শুভানুধ্যায়ীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তাদের আস্থা আর নির্ভরতার হাত ধরেই একটি ক্ষুদ্র ব্যাংক থেকে দুই যুগের পরিক্রমায় এআইবিএল দেশের একটি শীর্ষ আধুনিক ব্যাংকে পরিণত হয়েছে। ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী বলেন, ‘শরীয়াহ্র সাথে সবসময়’ এই স্লোগান নিয়ে আজ থেকে আমাদের নতুন যাত্রা শুরু হলো। একই দিনে এআইবিএল-র ১৮২টি শাখা ও ১৬৯টি এটিএম বুথের ইনডোর-আউটডোর রি-ব্রান্ডিং করা হয়েছে। যা এ যাবতকালে বাংলাদেশের সবচাইতে বড় রি-ব্রান্ডিং কার্যক্রম। এই রিব্র্যান্ডিং কার্যক্রম আমাদের ব্যাংকের কর্মকারে ব্যাপ্তি, কর্পোরেট সুশাসন ও ব্যবসায়িক নৈতিকতার প্রসার ঘটাবে -এটাই আমার বিশ্বাস। পাশাপাশি নতুন লোগো ও ট্যাগলাইন আমাদের অভিনবত্বের পরিচায়ক হয়ে উঠবে। এই পরিবর্তনকে অন্তরে ধারণ করে সর্বোচ্চ গ্রাহক সন্তুষ্টি অর্জনে ব্যাংকের প্রতিটি নির্বাহী-কর্মকর্তা-কর্মচারী তৃণমূল থেকে আরো উদ্যোগী হবেন। আমাদের সকল শাখাব্যবস্থাপকগণ তাদের দক্ষ টিম সাজিয়ে নতুনরূপে প্রস্তুত হয়েছেন সর্বোচ্চ মানের গ্রাহকসেবা নিয়ে।

 


আরো সংবাদ



premium cement
চুয়াডাঙ্গায় হিট‌স্ট্রো‌কে যুবকের মৃত্যুর ৭ ঘণ্টা পর নারীর মৃত্যু ঢাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াল, যশোরে দেশের সর্বোচ্চ ৪২.৬ শ্যালকদের কোপে দুলাভাই খুন : গ্রেফতার ৩ তীব্র গরমে কী খাবেন আর কী খাবেন না এবার তালতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতির আপত্তিকর ভিডিও ভাইরাল বঙ্গবীর কাদের সিদ্দিকীকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে বললেন এমপি জয় পঞ্চপল্লীর ঘটনায় ন্যায়বিচারের স্বার্থে যা দরকার দ্রুততম সময়ের মধ্যে করার নির্দেশ সরকার ভিন্ন মত ও পথের মানুষদের ওপর নিষ্ঠুর দমন-পীড়ন চালাচ্ছে : মির্জা ফখরুল ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু বাকৃবির এক্স রোটারেক্টরর্স ফোরামের বৃত্তি প্রদান অনুষ্ঠিত পাবনায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, হিট স্ট্রোকে মৃত্যু ১

সকল