২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

পোরশা সীমান্তে নিহত দুই বাংলাদেশীর লাশ তিন দিনেও ফেরত দেয়নি বিএসএফ

-

তিন দিন পার হলেও নওগাঁর পোরশার দুয়ারপাল সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত ৩ বাংলাদেশীর মধ্যে দুইজনের লাশ এখনো ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সূত্রমতে, গত বুধবার ভোরে পোরশা উপজেলার দুয়ারপাল সীমান্ত এলাকার ২৩১/১০(এস) মেইন পিলারের নীলমারী বিল এলাকায় ভারতের ক্যাদারিপাড়া ক্যাম্পের বিএসএফ জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও গুলিতে তিন বাংলাদেশী যুবক নিহত হন। নিহতরা হলেনÑ উপজেলার বিষ্ণপুর বিজলীপাড়ার শুকরার ছেলে রণজিত কুমার (২৫), বিষ্ণপুর দীঘিপাড়া গ্রামের খোদাবক্সের ছেলে মফিজ উদ্দিন (৩৮) এবং বিষ্ণপুর কাঁটাপুকুরের মৃত জিল্লুর রহমানের ছেলে কামাল হোসেন (৩২)। এ সময় মফিজ উদ্দিন গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশের ২০০ গজ অভ্যন্তরে এসে মারা যান। আর রনজিত কুমার ও কামাল হোসেন ভারতের ৮০০ গজ অভ্যন্তরে মারা যান। ফলে বৃহস্পতিবার সন্ধ্যায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বিজিবির পক্ষ থেকে বিএসএফ কর্তৃক তিন বাংলাদেশীকে হত্যার প্রতিবাদ জানানো হয়। এই অনাকাক্সিক্ষত ঘটনায় দুঃখ প্রকাশ করে বিএসএফ। তারা জানায় নিহত বাংলাদেশী রনজিত ও কামালের লাশ ময়নাতদন্তের জন্য পুলিশকে দেয়া হয়েছে। বিএসএফ কর্তৃপক্ষ কবে নাগাদ লাশ ফেরত দিবে তাদের পক্ষ থেকে তা নিশ্চিত করে জানানো হয়নি। এ ব্যাপারে গতকাল মোবাইল ফোনে ১৬বিজিবি হাঁপানিয়া ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোকলেছুর রহমান জানান, মৃত্যু ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে লাশ ফেরতের জন্য আবেদন পাওয়া গেছে এবং লাশ ফেরতের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আসা করি বিএসএফ কর্তৃপক্ষের কাছ থেকে দ্রুত আমরা মৃত্যু ব্যক্তিদের লাশ ফেরত পাবো।


আরো সংবাদ



premium cement