২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

জাপাতে আরো ১০ উপদেষ্টা ১১ ভাইস চেয়ারম্যান ও ২ যুগ্ম মহাসচিব

-

জাতীয় পার্টিতে আরো ১০ জন উপদেষ্টা, ১১ জন ভাইস চেয়ারম্যান এবং দুইজন যুগ্ম মহাসচিবের নাম ঘোষণা করেছেন পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। ১০ উপদেষ্টার মধ্যে সাতজনকে ভাইস চেয়ারম্যান থেকে পদোন্নতি দেয়া হয়েছে। জাপা চেয়ারম্যানের উপদেষ্টারা প্রেসিডিয়ামের মর্যাদাপ্রাপ্ত। পার্টির নবম জাতীয় কাউন্সিলের সিদ্ধান্ত এবং গঠনতন্ত্রের ধারা ১২-এর ৩ উপধারা মোতাবেক জি এম কাদের গতকাল বুধবার নতুন উপদেষ্টা, ভাইস চেয়ারম্যান ও যুগ্ম মহাসচিবদের এ নাম ঘোষণা করেন।
এর আগে সম্প্রতি জি এম কাদের পার্টির ৪১ জন প্রেসিডিয়াম সদস্যের মধ্যে ৩৭ জন, ২৯ জন উপদেষ্টা, ৪১ জনের মধ্যে ৩৭ জন ভাইস চেয়ারম্যান, ১৬ যুগ্ম মহাসচিবের ১৪ জনের নাম ঘোষণা করেন। গতকালের নতুন মনোনয়নের ফলে পার্টিতে মোট প্রেসিডিয়াম সদস্য ৩৭ জন, উপদেষ্টা ৩৯ জন, ভাইস চেয়ারম্যান ৪১ জন ও যুগ্ম মহাসচিবের সংখ্যা দাঁড়াল ১৬ জনে।
জাপার ২৯৯ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী পরিষদের (উপদেষ্টা পরিষদ সদস্যরা এর বাইরে) সদস্য সংখ্যা দাঁড়াল ১৩৩ জন। বাকি পদে নিয়োগ দিতে গত সোমবার থেকে সারা দেশের নেতাদের মধ্য থেকে সাক্ষাৎকার নিচ্ছেন পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
গতকাল ঘোষিত জাপার ১০ জন উপদেষ্টা হলেনÑ মোর্শেদ মুরাদ ইব্রাহিম (চট্টগ্রাম), মেহজাবিন মোর্শেদ (চট্টগ্রাম), সালাহ উদ্দিন আহমেদ (নোয়াখালী), শাহ-ই আজম (নরসিংদী), দেওয়ান আলী (ঢাকা), বাহাউদ্দিন বাবুল (ঢাকা), অধ্যাপক মহসিন ইসলাম হাবুল (বরিশাল), এ আর ইসলাম (ময়মনসিংহ), পনির উদ্দিন আহমেদ এমপি (কুড়িগ্রাম), অ্যাডভোকেট শাহজাদি নাহিনা শান্তা (নারায়ণগঞ্জ)।
১১ জন ভাইস চেয়ারম্যান হলেনÑ নুরুল ইসলাম তালুকদার এমপি (বগুড়া), পীর ফজলুর রহমান মেজবাহ এমপি (সুনামগঞ্জ), জাহাঙ্গীর হাসান মানিক (বরিশাল), এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু (গাইবান্ধা), সাব্বির আহমেদ (সিলেট), সালাউদ্দিন স্বপন (রাজশাহী), মোবারক হোসেন দুলু (বি-বাড়িয়া), আবু সালেক (পঞ্চগড়), আহমেদ শফি রুবেল (দিনাজপুর), নুরুন্নাহার বেগম (ঠাকুরগাঁও), অ্যাডভোকেট লাকি বেগম (বি-বাড়িয়া)। দুইজন যুগ্ম মহাসচিব হলেনÑ জসীম উদ্দিন ভূঁইয়া (নেত্রকোনা) ও গোলাম মর্তুজা (বরিশাল)। জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের সময় উপদেষ্টামণ্ডলী, ভাইস চেয়ারম্যান ও যুগ্ম মহাসচিবদের নামের ক্রমানুসার নির্ধারণ করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নির্বাচিত হলে ভাসমান লোকের জন্য টয়লেট নির্মাণ করবেন মিলন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জাতীয় পার্টি মেয়রপ্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন বলেছেন, পুরনো শহরের বেশির ভাগ রাস্তা সরু। যার কারণে এ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে যথাসময়ে ফায়ার সার্ভিসের গাড়ি আসতে পারে না। রাস্তা সরুর কারণে অসুস্থ রোগী যথাসময়ে হাসপাতালে পৌঁছতে পারেন না। আমি নির্বাচিত হতে পারলে সরু রাস্তা প্রশ্বস্ত করব। মিলন বলেন, প্রতিদিন প্রায় ৫০ লাখ ভাসমান লোক ঢাকায় আসে। তাদের জন্য পর্যাপ্ত টয়লেট নেই। আমি নির্বাচিত হলে উন্নত মানের টয়লেটের ব্যবস্থা করব।
গতকাল বুধবার পুরান ঢাকার শহীদ নগর, আমলিগোলা দ্বিতীয় লেন, বউবাজার, রাজনারায়ণধর রোড, বালুঘাট মসজিদ রোড, গঙ্গারাম বাজার, রিশিপারা, হরমন্দির রোড, চৌধুরী বাজার, নগর বেলতলী রোড, নবাবগঞ্জ, কিল্লার মোড়, শ্মশানঘাট এলাকায় গণসংযোগ ও প্রচারণায় অংশ নিয়ে ভোটারদের মাঝে এমন প্রতিশ্রুতি দেন মিলন। গণসংযোগকালে হাজী মিলনের দুই ছেলে রাকিব উদ্দিন আবির, শাকিব উদ্দিন শিফান ছাড়াও স্থানীয় জাপা নেতা মোক্তার হোসেন, আকতার হোসেন আউয়াল, কামাল হোসেন, মকবুল হোসেন, শারাফত হোসেন জুয়েল, রাহাদ ইসলামসহ প্রমুখ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement