২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

দ্বিতীয় নদী পর্যটন উৎসব ৩ জানুয়ারি

-

দেশের দ্বিতীয় নদী পর্যটন উৎসব হবে আগামী ৩ জানুয়ারি। এবারের আয়োজনে থাকছে ‘বুড়িগঙ্গা-ধলেশ্বরী-শীতলক্ষ্যা-মেঘনা-পদ্মা’ নদী ভ্রমণ ভ্রমণের পাশাপাশি বেশ কয়েকটি লাইভ ইভেন্ট, যেমন গেম শো, কমেডি শো, রিভারাইন বাংলাদেশ নিয়ে শিশুদের প্রতিযোগিতা, বাঙালি সাংস্কৃতিক অনুষ্ঠান, রথ্যাফেল ড্র এবং রিভারাইন বাংলাদেশ সম্পর্কে ডকুমেন্টারি শো।
এই ইভেন্টের মাধ্যমে পরিবেশবান্ধব নদী পর্যটন উদ্যোগ নিশ্চিত করতে ইকোট্যুরিজম সম্পর্কিত প্রাসঙ্গিক নীতি অনুসরণ করা হবে।
গতকাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন এফসিটিসির পরিচালক ও বগুড়া ট্যুরিস্ট ক্লাবের সভাপত শহিদুল ইসলাম সাগর। নদী পর্যটন বিষয়ে বিশদ আলোচনা করেন বাংলাদেশ ট্যুরিজম ফাউন্ডেশনের সভাপতি মোখলেছুর রহমান। সভাপতিত্ব করেন কিশোর রায়হান (সিইও প্যারেন্টস এভিয়েশন লিমিটেড ও পরিচালক এফসিটিসি)। লিখিত বক্তব্য পাঠকরেন শহিদুল ইসলাম সাগর। সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের নদনদীকে পর্যটন পণ্য হিসাব গড়ে তুলতে শুধু ব্যবসায়িক উদ্দেশ্যে নয়, বরং পর্যটন উন্নয়নকে দায়বদ্ধতা ভেবে ‘ফেস্টিভ অ্যান্ড কালচারাল ট্যুরিজম কনসোর্টিয়াম (এফসিটিসি)’ কাজ করে যাচ্ছে। এই কাজের ধারাবাহিকতায় নদী পর্যটনকে উৎসাহিত করতে আগামী ৩ জানুয়ারি উৎসবের আয়োজন করা হয়েছে।


আরো সংবাদ



premium cement