২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদের নির্বাচন দিতে হাইকোর্টের নির্দেশ

-

চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদের নির্বাচন যত দ্রুত সম্ভব দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদেশে শ্রম অধিদফতরকে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ এম আমিন উদ্দিন ও অ্যাডভোকেট রাফসান আল আলভী।
এর আগে চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদে দ্রুত নির্বাচন দেয়ার নির্দেশনা চেয়ে সংগঠনটির সাবেক ভাইস প্রেসিডেন্ট আব্দুর রহমান সিকদার রিট দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, দুই বছর পরপর চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদের নির্বাচন হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। সর্বশেষ ২০১৭ সালের ২৪ আগস্ট নির্বাচন হয়। সে হিসাবে গত ২৪ আগস্ট দুই বছর পার হয়ে গেছে। নির্বাচনের সময় পার হয়ে গেলেও বর্তমান কমিটির সভাপতি আবুল মনসুরসহ বর্তমান কমিটি নির্বাচন অনুষ্ঠানের কোনো পদক্ষেপ নেয়নি।
এ অবস্থায় শ্রম দফতরে নির্বাচন দেয়ার জন্য আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে ৪৫ দিনের মধ্যে নির্বাচন করে দেয়ার সময়সীমা বেঁধে দেন শ্রম অধিদফতর। এরপরও নির্বাচন না দেয়ায় দ্রুত নির্বাচন দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন সাবেক ভাইস প্রেসিডেন্ট আব্দুর রহমান সিকদার। রিটের শুনানি নিয়ে আদালত উপরিউক্ত আদেশ দেন।

 


আরো সংবাদ



premium cement