১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

১৭২ দখলদারের তালিকা প্রকাশ নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের

শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদী দখল
-

নারায়ণগঞ্জ জেলার সীমানা দিয়ে বয়ে যাওয়া শীতলক্ষ্যা ও ধলেশ্বরী দখল করা ১৭২ জনের তালিকা প্রকাশ করেছে জেলা প্রশাসন। এ দখলবাজদের তালিকাতে অনেকের বিরুদ্ধে এ দু’টি নদী ছাড়াও বন্দরের বিভিন্ন খাল দখলের অভিযোগ তোলা হয়। কারা কত ফুট জায়গা দখল করেছেন সে বিষয়টিও তুলে ধরা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।
রূপগঞ্জ : হাজী মোহাম্মদ আলী, হাজী আ: কাদির, হাজী আনোয়ার হোসেন, মেসার্স মৌমিতা এন্টারপ্রাইজের মালিক হাজী মফিজ ভূঁইয়া, মেসার্স সাদিয়া এন্টারপ্রাইজের মালিক আ: রফিক ভূঁইয়া, মনির এন্টারপ্রাইজের মালিক হাবিবুল্লাহ, মেসার্স মিথিলা এন্টারপ্রাইজের মালিক মনির হাজী, মেসার্স ভূঁইয়া এন্টারপ্রাইজের মালিক তপন ভূঁইয়া, মেসার্স রৌজ এন্টারপ্রাইজের মালিক রবিউল ইসলাম, মেসার্স রাজু ট্রেডার্সের মালিক রাজিবুল ইসলাম, মেসার্স সালেক এন্টারপ্রাইজের মালিক মো: মালেক, মেসার্স মক্কা-মদিনা এন্টারপ্রাইজের মালিক রিপন ভূঁইয়া, মেসার্স এইচ আই ট্রেডার্সের মালিক মো: শফিউল্যাহ কমিশনার, মেসার্স মাসুম এন্টারপ্রাইজের মালিক মো: আ: বারেক, মেসার্স সালেক এন্টারপ্রাইজের মালিক মো: সালেক, মেসার্স বিপ্লব এন্টারপ্রাইজের মালিক মো: নূরুল ইসলাম, মেসার্স জসিম এন্টারপ্রাইজের মালিক মো: কিতাব আলী, মেসার্স বিউটি এন্টারপ্রাইজের মালিক মো: শহিদুল্যাহ, প্রমেক্স মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাওসার আহমেদ অপু, নূর নবী ভূঞা, মৌমিতা এন্টারপ্রাইজের মালিক নজরুল ইসলাম (মফিজ), সৃষ্টি এন্টারপ্রাইজের মালিক এন সি নিলয়, আব্দুল সাত্তার মেম্বার এন্টারপ্রাইজের মালিক মো: আব্দুল ইউসুফ (বাবু), মাসুম রেজা এন্টারপ্রাইজের মালিক আব্দুল বারেক, মোহাম্মদ আলী, ভূঞা এন্টারপ্রাইজের মালিক মোস্তফা কামাল (তপন), মেসার্স তানজিম এন্টারপ্রাইজের মালিক আব্দুল বারেক প্রধান, আলম মেরিনার্স সিপ বিল্ডার্স, খান ডকইয়ার্ড, সৈয়দ ডকইয়ার্ড, মেটালাইফ ডকইয়ার্ড, নাজির ডকইয়ার্ড, মাশরেফ মেরিন ডকইয়ার্ড, মালেক ডকইয়ার্ড, কে এস বি ডকইয়ার্ড, কিং ফিসার ডকইয়ার্ড, আধুনিক শিপ বিল্ডার্স, জনতা ডকইয়ার্ড, মাসটাং ইঞ্জিনিয়ারিং, লাকী শিপ ইয়ার্ড, জামান কনক্রিট, পাঁচতারা ডকইয়ার্ড, হাবিবুর রহমান ডকইয়ার্ড, আবুল কামাল, ব্লু হারবার শিপ বিল্ডার্স, এনডিই রেডিমিক্স লি:, ইয়াজুল ডকইয়ার্ড, সরকার ট্রেডার্সের মালিক ইউসুফ আলী, কাওসার ডকইয়ার্ডের কাওসার ডকইয়ার্ড, তুহিন ডকইয়ার্ড, তরিকুল ইসলাম ডকইয়ার্ড, মহসিন মিয়া।
বন্দর : মো: বাদল হাওলাদার, মো: সামাদ, মো: নাজির হোসেন, মো: ইলিয়াছ মিয়া, মো: শফিক, মো: মিঠু, তাইমুল, আওলাদ, মাসুদ, কালাম মিয়া, সুজন, হানিফ মিয়া, ইলিয়াস, আলামিন, বাদল, আলামিন, গোলাপ, জুলহাস, হরিপুর কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র, হরিপুর ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, পারটেক্স স্টার গ্রুপ, শাহজালাল, আব্দুর রব, (ডেনি) সিরাজ, কবির, জালাল, আলমগীর, পটল, অলিউল্ল্যাহ, মায়ের দোয়া খাজা হোটেল, ইপিলিয়ান গ্রুপ, অহিদুজ্জামান ওরফে অহিদ, আহম্মদ আলী, অলিম্পিক বিস্কুট ফ্যাক্টরি, গাজীপুর বোর্ড মিলস লি:, মো: হুমায়ুন, শফি মহাজন, হাসিনা বেগম, শারমীন সুলতানা, লিখন, আলম, মজিবর রহমান, আব্দুল কাদির, ইসমাইল, জয়নাল আবেদিন, দ্বীন ইসলাম, আব্দুল হামিদ, আব্দুল হামিদ, নেওয়াজ আলী, নাজিম উদ্দিন, মো: রাসেল, আ: মালেক বেপারী, হাজী আলাউদ্দীন, হাজী নাসির উদ্দিন ডকইয়ার্ডের মালিক নাহিদা আক্তার, খন্দকার ডকইর্ডের মালিক মো: ইয়ামিন, সাউদিয়া ডকইয়ার্ডের মালিক কাজী জহিরুল ইসলাম, মোসা: শেফা ডকইয়ার্ডের মালিক মো: বাবুল সাউদ, মেসার্স সাউদ ডকইয়ার্ডের মালিক মো: মহিউদ্দিন সাউদ, মেসার্স খান ডকইয়ার্ডের মালিক আশ্রাব উদ্দিন, আবুল হোসেন ডকইয়ার্ডের মালিক মো: আবুল হোসেন, মেসার্স ইব্রাহিম ডকইয়ার্ডের মালিক মো: ইব্রাহিম, হরিপুর ভাসমান বিদ্যুৎ কেন্দ্র।
সিদ্ধিরগঞ্জ : মনোয়ার জুট মিল, এসএস এন্টারপ্রাইজের হাজী নুরুল ইসলাম, এফএইচ এন্টারপ্রাইজের হাবিব উল্লাহ, রফিক এন্টারপ্রাইজের মো: রফিকুল ইসলাম, খাজাবাবা এন্টারপ্রাইজের মো: সজিব মিয়া, নুরুজ্জামান বিল্ডার্সের জামান, রফিক অ্যান্ড সন্সের জাহাঙ্গীর হোসেন, একুশে বিল্ডার্সের বাবুল কমিশনার, নূর এন্টারপ্রাইজের সোহেল মামুন, রানা এন্টারপ্রাইজের শাহাজান হোসেন, সততা এন্টারপ্রাইজের রেজাউল করিম, তাইয়্যাবা এন্টারপ্রাইজের বাদল কমিশনার, মারুফ এন্টারপ্রাইজের বাদল কমিশনার, খাজাবাবা এন্টারপ্রাইজের নূর হোসেন চেয়ারম্যান, বিসমিল্লাহ এন্টারপ্রাইজের মো: আমজাদ, ফ্রেশ এন্টারপ্রাইজের নাজিম উদ্দিন, এমএন এন্টারপ্রাইজের হাসান, হাসান বিল্ডার্স ২-এর হাসান, মোক্তার এন্টারপ্রাইজের মোক্তার, কাজী এন্টারপ্রাইজের হাসান, রোজ এন্টারপ্রাইজের নূর হোসেন চেয়ারম্যান, শিমরাইল এন্টারপ্রাইজের নূর হোসেন চেয়ারম্যান, মেসার্স মক্কা মদিনা এন্টারপ্রাইজের মালিক মো: নূর হোসেন, মেসার্স যমুনা এন্টারপ্রাইজের মালিক মো: নূর হোসেন, মেসার্স নিউ স্টোন হাউজের মালিক মো: ফজলুল হক, মেসার্স মদিনা এন্টারপ্রাইজ ২-এর মালিক মো: নূর হোসেন, মেসার্স এমএন এন্টারপ্রাইজের মালিক মো: নূর হোসেন, মেসার্স শাওন এন্টারপ্রাইজের মালিক মো: মনির, মেসার্স চান এন্টারপ্রাইজের মালিক মো: মনির, বাবুল এন্টারপ্রাইজের মালিক মো: মনির, মেসার্স সিরাজ এন্টারপ্রাইজের মালিক মো: মনির, মেসার্স হাসেম এন্টারপ্রাইজের মালিক মো: মনির।
সোনারগাঁও : মো: এরশাদ, মো: আসফাক, মো: রাসেল মাহমুদ, মো: লাবু মিয়া, মো: সাইফুল ইসলাম, মো: খোকন মিয়া, মো: মনজুর হোসেন, মো: মিজানুর রহমান, মো: বাবুল ওমর, মো: রাসেদ, মো: নিজাম উদ্দিন, মো: জামান খান, মো: মুসলিম খান, মো: আলমগীর, মো: মিলন, মো: কামাল সউদ, আছমত ও জয়া ডাইং। নারায়ণগঞ্জ সদর : বর্ণালী ফেব্রিক্সের মালিক ইঞ্জিনিয়ার আ: রশিদ, মিসুই শিপ বিল্ডার্স ইঞ্জিনিয়ার ডকইয়ার্ড, মোল্লা সল্ট ইউনিট-২, নাভানা সিএনজি ফিলিং স্টেশনের মালিক ইকবাল হোসেন। মুন্সীগঞ্জ সদরের মো: চান মিয়া ও ফতুল্লায় মেসার্স কনকর্ড অয়েল সাপ্লায়ার্স অ্যান্ড কোম্পানির মো: বাদল হোসেন।

 


আরো সংবাদ



premium cement
বার কাউন্সিল এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান হলেন বিচারপতি আশফাকুল ইসলাম পাবনায় ১২ ট্রাক ভারতীয় চিনি জব্দ, আটক ২৩ শিবপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর নিহত চকরিয়ায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৩ গাজা মানবিক নরকে পরিণত হয়েছে : জাতিসঙ্ঘ প্রধান রাফা হামলার পরিকল্পনা ইসরাইলের ত্যাগ করা উচিত : চীন গাজা যুদ্ধে নতুন যে কৌশল অবলম্বন করল ইসরাইল হাসপাতালের শৌচাগারে মিলল নবজাতক শিশু ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার ঢাকা সফর স্থগিত জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিসিডিপি গঠন করা হবে : পরিবেশমন্ত্রী অননুমোদিত জমি ভরাট কার্যক্রমের সন্ধান পেলে দ্রুত ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর

সকল