২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

রাবি ভিসির বিরুদ্ধে শিক্ষকদের একাংশের দুর্নীতির অভিযোগ

-

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের দুর্নীতি, স্বজনপ্রীতি, লুটপাট, নিয়মবহির্ভূত নিয়োগ, ক্ষমতার অপব্যবহারসহ বেশ কয়েকটি দুর্নীতির অভিযোগ তুলেছে খোদ সরকারদলীয় শিক্ষকদের একাংশ। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তোলেন তারা। এর মধ্যে ভিসির দায়িত্বকালীন সময়ে দুর্নীতি, স্বজনপ্রীতি, নিয়োগবাণিজ্য, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন প্রকল্পের অর্থ লুটপাট, ভিসি থাকাকালে শিক্ষকতা থেকে অবসর এবং আইন লঙ্ঘন করে পুনরায় দায়িত্ব গ্রহণ, জয় হিন্দ স্লোগান, নিয়মবহির্ভূতভাবে অযোগ্যদের অস্থায়ী নিয়োগসহ বেশ কিছু বিষয় উল্লেখ করেন তারা।
সংবাদ সম্মেলনে ভিসি অধ্যাপক এম আব্দুস সোবহানের দুর্নীতির প্রসঙ্গ তুুলে ‘দুর্নীতির বিরুদ্ধে রাবি’ আন্দোলনের আহ্বায়ক অধ্যাপক ড. মো: সুলতান-উল-ইসলাম টিপু বলেন, রাবি প্রশাসনের লাগামহীন দুর্নীতি দুদক পর্যন্ত পৌঁছে গেছে যা আমাদের জন্য চরম লজ্জার। ভিসি যখন প্রথম মেয়াদে এসেছিলেন তখনো তার বিরুদ্ধে অভিযোগের সীমা ছিল না। এরপর দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেয়েই তিনি আবারো দুর্নীতি ও অনিয়মের পাহাড় গড়ে তোলেন। এর মধ্যে অন্যতম হলোÑ তার মেয়ে ও জামাতার যোগ্যতা না থাকা সত্ত্বেও শিক্ষক নিয়োগ নীতিমালা পরিবর্তন করে নিয়োগ, কর্মচারীদের আবেদনের বয়সসীমা ৩০ বছর থেকে ৩৫ বছর করে নিয়োগ প্রদান, নিয়োগ বোর্ড না করেই অর্ধশতাধিক নিকটাত্মীয়দের নিয়োগ, ১৯৭৩ সালের অ্যাক্ট ভঙ্গ করে আইন ও ভূমি প্রশাসন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে নিয়োগবাণিজ্যের উদ্দেশ্যে সভাপতি নিয়োগ দেন তিনি।
তিনি আরো বলেন, ২০১৭ সালের ২১ জুন আইন লঙ্ঘন করে ভিসি শিক্ষকতা থেকে অবসরের পর পুনরায় দায়িত্ব গ্রহণ করেন। এটি ভিসি পদের মর্যাদা ক্ষুণœ করেছে। তাছাড়া প্রোভিসি অধ্যাপক ড. চৌধুরী মো: জাকারিয়ার মেয়ে জামাতাকে নিয়োগ দেয়া হয়, নীতিমালা অনুযায়ী যার দরখাস্ত করার কোনো যোগ্যতা ছিল না। এ ছাড়া নিয়োগবাণিজ্য নিয়ে ফাঁস হওয়া অডিও নিয়েও চুপ থাকেন ভিসি।
এদিকে দুর্নীতির বিরোধী শিক্ষকদের আহ্বায়ক বলেন, ভিসির অনুমোদনে প্রোভিসি চৌধুরী মো: জাকারিয়ার তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ে সৌন্দর্যবর্ধনের নামে প্যারিস রোডসহ বিভিন্ন রাস্তায় অপরিকল্পিত উন্নয়ন, ঘাস লাগানো, আবার সেই ঘাস উঠিয়ে সেখানেই ফুটপাথ তৈরি করে সরকারি অর্থের অপচয় ও লোপাট করা হচ্ছে। ৭ পুকুর প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে মুক্তিযুদ্ধের গবেষণা প্রকল্প বাস্তবায়নে মাঝপথে বাতিল করে দেয়া হয়। স্বজনপ্রীতি করে রাবি স্কুলের শিক্ষক, হলের আবাসিক শিক্ষক ও অযোগ্য আত্মীয়কে খণ্ডকালীন শিক্ষক, রেজিস্ট্রার নিয়োগ এবং ছাত্র উপদেষ্টার স্বামীর যোগ্যতা শিথিল করে অধ্যক্ষ নিয়োগ দিয়ে পড়ালেখার মান ধ্বংস করা, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার থাকা সত্ত্বেও কারণ ছাড়াই তায়কোয়ান্দ বন্ধ করে দেন তিনি। এসব অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদকারী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের বিরুদ্ধে মামলা, তদন্ত কমিটি, এনওসি না দেয়া, পদোন্নতির ও বিভিন্ন ফাইল আটকে রাখার অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. সফিকুন্নবী সামাদী, আইন বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক একরাম উল্লাহ, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো: সাইফুল ইসলাম, অধ্যাপক ড. জিন্নাত আরা, অধ্যাপক আলী রেজা অপু, সঙ্গীত বিভাগের অধ্যাপক অসিত রায়, অধ্যাপক পদ্মীনি দে, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস, ক্রীড়া উপপরিচালক মো: কামরুজ্জামান চঞ্চল প্রমুখ।
করেন। এটি ভিসি পদের মর্যাদা ক্ষুণœ করেছে। তাছাড়া প্রোভিসি অধ্যাপক ড. চৌধুরী মো: জাকারিয়ার মেয়ে জামাতাকে নিয়োগ দেয়া হয়, নীতিমালা অনুযায়ী যার দরখাস্ত করার কোনো যোগ্যতা ছিল না। এ ছাড়া নিয়োগবাণিজ্য নিয়ে ফাঁস হওয়া অডিও নিয়েও চুপ থাকেন ভিসি। এদিকে দুর্নীতির বিরোধী শিক্ষকদের আহ্বায়ক বলেন, ভিসির অনুমোদনে প্রোভিসি চৌধুরী মো: জাকারিয়ার তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ে সৌন্দর্যবর্ধনের নামে প্যারিস রোডসহ বিভিন্ন রাস্তায় অপরিকল্পিত উন্নয়ন, ঘাস লাগানো, আবার সেই ঘাস উঠিয়ে সেখানেই ফুটপাথ তৈরি করে সরকারি অর্থের অপচয় ও লোপাট করা হচ্ছে। ৭ পুকুর প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে মুক্তিযুদ্ধের গবেষণা প্রকল্প বাস্তবায়নে মাঝপথে বাতিল করে দেয়া হয়। স্বজনপ্রীতি করে রাবি স্কুলের শিক্ষক, হলের আবাসিক শিক্ষক ও অযোগ্য আত্মীয়কে খণ্ডকালীন শিক্ষক, রেজিস্ট্রার নিয়োগ এবং ছাত্র উপদেষ্টার স্বামীর যোগ্যতা শিথিল করে অধ্যক্ষ নিয়োগ দিয়ে পড়ালেখার মান ধ্বংস করা, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার থাকা সত্ত্বেও কারণ ছাড়াই তায়কোয়ান্দ বন্ধ করে দেন তিনি। এসব অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদকারী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের বিরুদ্ধে মামলা, তদন্ত কমিটি, এনওসি না দেয়া, পদোন্নতির ও বিভিন্ন ফাইল আটকে রাখার অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. সফিকুন্নবী সামাদী, আইন বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক একরাম উল্লাহ, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো: সাইফুল ইসলাম, অধ্যাপক ড. জিন্নাত আরা, অধ্যাপক আলী রেজা অপু, সঙ্গীত বিভাগের অধ্যাপক অসিত রায়, অধ্যাপক পদ্মীনি দে, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস, ক্রীড়া উপপরিচালক মো: কামরুজ্জামান চঞ্চল প্রমুখ।


আরো সংবাদ



premium cement
কলিং ভিসায় প্রতারণার শিকার হয়ে দেশে ফেরার সময় মারা গেল মালয়েশিয়া প্রবাসী নারায়ণগঞ্জ যুবদলের সদস্য সচিবকে আটকের অভিযোগ হাতিয়া-সন্দ্বীপ চ্যানেলে কার্গো জাহাজডুবি : একজন নিখোঁজ, ১১ জন উদ্ধার হঠাৎ অবসরের ঘোষণা পাকিস্তানের সাবেক অধিনায়কের বগুড়ায় গ্যাসের চুলার আগুনে বৃদ্ধা নিহত বগুড়ায় ধানের জমিতে পানি সেচ দেয়া নিয়ে খুন জিআই স্বীকৃতির সাথে গুণগত মানের দিকেও নজর দিতে হবে : শিল্পমন্ত্রী অনির্দিষ্টকালের জন্য বন্ধ চুয়েট, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ সখীপুরে সাবেক ও বর্তমান এমপির সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ তীব্র গরমের জন্য আওয়ামী লীগ সরকার অন্যতম দায়ী : মির্জা আব্বাস সৈয়দপুরে জামায়াতের উদ্যোগে সালাতুল ইসতিসকার নামাজ আদায়

সকল