২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

শিল্পী আহসান হাবীবের ইন্তেকাল

-

চট্টগ্রামের জনপ্রিয় সংস্কৃতিকর্মী, সুরকার ও শিল্পী আহসান হাবীব গতকাল সোমবার বেলা ১টা ১০ মিনিটে দুরারোগ্য লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি চিরিঙ্গা, চকরিয়ার নিরিবিলি আবাসিক এলাকার রওশন মঞ্জিল নিবাসী শামসুল হক চৌধুরী এবং বান্ডেল রোড পাথরঘাটার সুফী বাড়ি নিবাসী রওশন আরা চৌধুরানীর জ্যেষ্ঠ সন্তান। তিনি কনেক্রেন্স অ্যান্ড ডিমেগ বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ডিরেক্টর, মাস্টারমাইন্ড ইন্টারন্যাশনালের অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক এবং চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদ সদস্য। এ ছাড়াও তিনি চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতাল এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আজীবন সদস্য। চট্টগ্রাম ও চকরিয়ার স্কুল-কলেজ-মাদরাসা ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের দাতাসদস্য হিসেবে তিনি আজীবন কাজ করে গেছেন। ওআর নিজাম রোড আবাসিক এলাকার ‘ইক্যুইটি গ্রিন’-এর বাসিন্দা আহসান হাবীব মৃত্যুকালে চার কন্যা ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা আজ মঙ্গলবার বেলা ১টায় আন্দরকিল্লা শাহি জামে মসজিদ, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে নগর বাইশমহল্লা চৈতন্যগলি কবরস্থানে তাকে দাফন করা হবে।


আরো সংবাদ



premium cement