১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ছাত্রসমাজই শক্তিশালী করবে জাতীয় পার্টিকে : জি এম কাদের

-

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, জাতীয় ছাত্রসমাজকে লাঠিয়াল বাহিনী হিসেবে দেখতে চাই না। আমরা চাই ছাত্রসমাজ লেখাপড়ার পাশাপাশি নিজেদের নেতৃত্বের বিকাশ ঘটাবে। আগামী দিনের নেতৃত্বের জন্য নিজেদের তৈরি করবে ছাত্ররা। কারণ, ছাত্রদের একটি গৌরবোজ্জ্বল ঐতিহ্য রয়েছে। বর্তমানে ছাত্রদের গৌরবোজ্জ্বল ঐতিহ্য কিছুটা ম্লান হয়েছে। এখন সাধারণ মানুষ ছাত্রদের ভক্তির পরিবর্তে ভয় এবং সম্মানের পরিবর্তে আতঙ্ক মনে করে।
গতকাল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জাতীয় ছাত্রসমাজ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সদস্যসচিব ফয়সাল দিদার দিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমদে বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এস এম ফয়সল চিশতী, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া, মোস্তাকুর রহমান মোস্তাক, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, নোমান মিয়া, সাংগঠনিক সম্পাদক নির্মল দাস, অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাসানী, ইফতেকার আহসান হাসান, মিজানুর রহমান মিরু, ছাত্রনেতা আব্দুর রহমান রোহান (ঢাকা বিশ^বিদ্যালয়), এরশাদুল বারী নাছিম (জগন্নাথ বিশ^বিদ্যালয়), জাকারিয়া অপু (রাজশাহী বিশ^বিদ্যালয়) প্রমুখ বক্তৃতা করেন।
এ সময় উপস্থিত ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু এমপি, সুনীল শুভ রায়, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, মোস্তাফিজার রহমান মোস্তফা মেয়র, আলহাজ আব্দুস সাত্তার মিয়া, আলমগীর সিকদার লোটন, মো: এমরান হোসেন মিয়া, নাজমা আক্তার এমপি, উপদেষ্টা রওশন আরা মান্নান এমপি, ড. নূরুল আজহার, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খান, সরদার শাহজাহান, আহসান আদেলুর রহমান এমপি, যুগ্ম-মহাসচিব শেখ আলমগীর হোসেন প্রমুখ।
জি এম কাদের বলেন, মেধা ও দেশপ্রেম দেখেই আগামী দিনের ছাত্রসমাজের নেতৃত্ব নির্বাচন করতে হবে। আমরা জাতীয় ছাত্রসমাজকে নতুন আঙ্গিকে দেখতে চাই। এরশাদ আমাদের আদর্শ, এরশাদ আমাদের প্রেরণা। আমরা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের অসমাপ্ত কাজ শেষ করতে আমরণ কাজ করে যাব।


আরো সংবাদ



premium cement
ফরিদপুরের গণপিটুনিতে নিহত ২ নির্মাণশ্রমিক জাতিসঙ্ঘে ফিলিস্তিনি সদস্যপদ লাভের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান

সকল