২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

আজ মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী

-

কালজয়ী উপন্যাস বিষাদ সিন্ধুর রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭২তম জন্মবার্ষিকী আজ। ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার গৌরী নদীর তীরে লাহিনীপাড়ায় বাবা সৈয়দ মীর মুয়াজ্জম হোসেন ও মা দৌলতন নেছার ঘরে জন্মগ্রহণ করেন মীর মশাররফ হোসেন। ১৯১১ সালের ১৯ ডিসেম্বর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে তিনি মারা যান।
এ বছর তার জন্মবার্ষিকী উপলক্ষে মীর মশাররফ হোসেনের সমাধীস্থল রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে আজ ও আগামীকাল দুই দিনের কর্মসূচি গ্রহণ করেছে বাংলা একাডেমি।
কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মীর মশাররফ হোসেনের একক গ্রন্থমেলা।
বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম। স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমির সচিব মোহাম্মাদ আনোয়ার হোসেন ও একক বক্তা হিসেবে উপস্থিত থাকবেন লেখক ও গবেষক ড. ইসরাইল খান।
উল্লেখ্য, তার লেখা উপন্যাস ‘উদাসী পথিকের মনের কথা’, ‘গাজী মিয়ার বস্তানী’, ‘জমিদার দর্পণ’, আত্মকাহিনীমূলক রচনাবলি ‘আমার জীবনী’, ‘বিবি কুলসুম’ অন্যতম।


আরো সংবাদ



premium cement